ইভেন্ট

জেনে নিন জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি কি ফল পাওয়া যায়!

Advertisement
Advertisement

জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভারত নেপাল ও বাংলাদেশ এই দিনটি পালন করা হয়। এই অষ্টমী কি কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টামি ও বলা হয়। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়।মনে করা হয় 3228 খ্রীষ্টপূর্বাব্দে ১৯ শে জুলাই  তার জন্ম হয়। তার গায়ের রঙ কালো ও ছবিতে নীল দেখা যায়। মাথায় ময়ূর পুচ্ছ এবং হাতে বাঁশি। দক্ষিণ ভারতে পালন করা হয় গোকুলাষ্টামি এবং মহারাষ্ট্রএ পালন করা হয় দইয়ের হাড়ি ফাটিয়ে। এদের শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা বলরাম ও সুভদ্রার পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায় তবে তিনি গোকুলে বড় হন। মথুরা-বৃন্দাবন এই উৎসব সবচেয়ে বড় করে পালন হয়। মথুরা কমপক্ষে 400 টি মন্দির রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাস্ত করতে শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তাই শ্রীমৎ ভাগবত গীতা নামে পরিচিত। ভারতের পাশাপাশি সিঙ্গাপুরে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। সেখানকার শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির ভক্তেরা পুজো দেন। এদিন বাংলাদেশের সরকারি ছুটি থাকে।

Advertisement
Advertisement

জন্মাষ্টমীর ব্রত পালনে মিলবে পাঁচটি অলৌকিক ফল

Advertisement

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীর  গর্ভে কৃষ্ণের জন্ম হয়।এর পরের দিন পালিত হয় নন্দ উৎসব। কৃষ্ণের জন্ম হওয়াতে নন্দের সকলকে উপহার বিতরণ এর কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দ উৎসব পালন করা হয়।

Advertisement
Advertisement
  • জন্মাষ্টমীর ব্রত উপবাসী প্রধান,
  • শ্রীমৎ ভাগবত গীতা এই দিন অন্নগ্রহণ নিষিদ্ধ বলা হয়েছে
  • বিষ্ণুপুরাণে রয়েছে মহাষ্টমীর মহানিশিতে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত।

এগুলো করলে মিলবে পাঁচটি অলৌকিক ফল

  • সুস্থ পুত্রসন্তানের জন্ম হবে
  • সর্ব শত্রু বিনাশ হয়
  • সকল বাধা কাটিয়ে উঠবেন
  • ঐশ্বর্য প্রাপ্তি হয়
  • ঈশ্বর তাঁকে সর্বদা রক্ষা করেন

চলুন জেনে নিই এই দিন কি কি ভোগ দেবেন

  • মাখন মিছরি গোপালের ননী চুরির গল্প কারোর অজানা নয় তাই তার জন্মদিনে মাখন তো তার মুখে তুলে দিতেই হবে খাঁটি দুধের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়।
  • গোপাল কলা নারকেল করার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ।
  • নাড়ু এমনিতে কৃষ্ণকে নাড়ুগোপাল বলে ডাকা হয় তাই তার জন্মদিনে অবশ্যই প্রসাদ হিসাবে নাড়ু রাখতে হবে
  • বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকা সবাই ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ তাই একেবারেই ঘিয়ে ভাজা মুচ মুচে তালের বড়া দেবতার সামনে দিন
  • ননীর পাশাপাশি গোপালের কি খাওয়ার কথা শোনা যায় তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস প্রদান করুন
  • দই দুধ মাখনের মত শ্রীকৃষ্ণের প্রিয় খাবার রাবরি তাই তার জন্মদিনে যা বাদ দেবেন না
  • মালপোয়া শ্রীকৃষ্ণের প্রিয় খাবার গুলির মধ্যে অন্যতম মালপোয়া জন্মাষ্টমী প্রসাদে তাই রাখতেই হবে মালপোয়া

Written By – শ্রেয়া চ্যাটার্জি

Advertisement

Related Articles

Back to top button