সম্প্রতি অসমে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই এ নিয়ে প্রতিদিন বিতর্ক হচ্ছে। নাগরিকপঞ্জিতে লাখ লাখ বিদেশির নাম রয়েছে বলেছে দাবি অনেকের। আবার কারো অভিযোগ যে তালিকাতে উপস্থিত নেই লাখ লাখ প্রকৃত ভারতীয়ের নাম। এবিষয়ে সোমবার গুয়াহাটিতে আয়োজিত নেডা (নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স)-র চতুর্থ কনক্লেভে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “শুধু আসাম নয়, আমাদের লক্ষ্য সারা দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানো। ভারতে একজন বেআইনি বিদেশিকেও থাকতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “ ছোট রাজ্যগুলোর ধারণা, আসাম থেকে তাড়া খেয়ে অবৈধ অভিবাসীরা ওই সব রাজ্যে ঘাঁটি গাড়ছে। কিন্তু তারা পাশের রাজ্যে ঢুকেও বাঁচতে পারবে না। আমরা গোটা দেশকেই অনুপ্রবেশকারীমুক্ত করতে বদ্ধপরিকর।”
Related Articles
Post Office Scheme: বাড়ি বসে বিনিয়োগের টাকা ৩ গুন হবে, ব্যাপক লাভজনক স্কিম আনলো পোস্ট অফিস, জানুন বিস্তারিত
December 13, 2024
Bima Sakhi Yojana: এই প্রকল্পে প্রতিমাসে ৬ হাজার টাকা উপার্জন, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
December 13, 2024