অফবিট

হেলমেট না পরেও দিতে হল না জরিমানা, জানুন আসল ঘটনা

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ভারতের ট্রাফিক আইন খুবই কড়া। কিন্তু তার মধ্যে অনেক ফাঁকও আছে। সেপ্টেম্বরের প্রথম থেকেই ট্রাফিক আইনে কিছু পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু নিয়ম আরো কড়া করে তোলা হয়েছে। এখানে কিছু কিছু বিষয়ে জরিমানার কথা বলা হয়েছে। যেমন- গাড়ি চালানোর সময় যদি হেলমেট না থাকে তবে সে ক্ষেত্রে জরিমানা দিতে হবে। এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালালে বা গাড়িতে অতিরিক্ত যাত্রী থাকলে জরিমানা দিতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি যাত্রীকে হেলমেট না থাকার কারণে জরিমানার কথা বলা হয়েছে। কিন্তু যাত্রীটি যা যুক্তি দেখিয়েছেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন! যাত্রীটি বলেছেন সে হেলমেট না পরে গাড়ি চালায়নি। হেলমেট না পরা অবস্থায় গাড়িটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাই গাড়ি নিয়ে হেলমেট ছাড়া হেঁটে যাওয়া কোনো অপরাধ না। এই কথা শোনার পর পুলিশ কোনো জবাব দিতে পারেনি।

এই ভিডিওটি ছিল 30 সেকেন্ডের। ভিডিওটিতে দেখা যাচ্ছে- যাতে হেলমেট না থাকার কারণে জরিমানা দিতে না হয় তাই গাড়ি চালকরা পুলিশের সামনে তাদের গাড়ি কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল।

এই ভিডিও নিয়ে অনেকেই সমালোচনা করেছে। অনেকে তার এই বুদ্ধির জন্য তাকে প্রশংসা করছেন। আবার অনেকে তাকে ক্রিয়েটিভও বলেছেন।

Related Articles

Back to top button