দেশনিউজ

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা অর্থমন্ত্রীর

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর ঘোষিত আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু কর্মসূচি ঘোষণার পাশাপাশি শ্রমিকদের জন্য দরাজ হলেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ২০ লক্ষ টাকার প্যাকেজের সিন্দুক খুলে পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র চাষীদের জন্য বিশেষ কিছু প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

Advertisement
Advertisement

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এদিন ৯ টি পদক্ষেপের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামণ। এর মধ্যে ৩ টি পরিযায়ী শ্রমিকদের জন্য। ক্ষুদ্র চাষীদের জন্য ঘোষণা করেন দুটি প্রকল্প। এছাড়া, একটি করে প্রকল্পের কথা ঘোষণা করেন হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী ও আবাসনের জন্য। অর্থমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যে ৩ কোটি কৃষককে স্বল্প সুদে ৪ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ২৫ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুবিধা পেতে পারেন।

Advertisement

তবে সবচেয়ে বেশি খুশির খবর শুনিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ১১ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্যকর পরিবেশে থাকা ও দিনে তিনবেলা খাবার পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে ৮ কোটি পরিযায়ী শ্রমিকের কাছে বিনামূল্যে ৫ কেজি করে চাল বা আটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি খালি জায়গাতে পরিযায়ী শ্রমিকদের সস্তায় থাকার ব্যবস্থা করেছে কেন্দ্র।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button