দেশনিউজ

করোনা মোকাবিলায় বার্ষিক বেতনের ৩০ শতাংশ দান করলেন রাষ্ট্রপতি

Advertisement
Advertisement

করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি নিজের একবছরের বেতনের ৩০ শতাংশ দান করলেন করোনা লড়াইয়ে। শুধু তাই নয়, এর পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের একাধিক ক্ষেত্রের খরচ কমানো হবে। এই বছর রাষ্ট্রপতির একটি নতুন লিমুজিন গাড়ি কেনার কথা ছিল ,কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটা কেনা হচ্ছে না।

Advertisement
Advertisement

রাষ্ট্রপতি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে বাহুল্যতার কোনও দরকার নেই, তাই এই গাড়ি কেনা তিনি পিছিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের একাধিক কাজের খরচ কমানো হবে, কাগজের পরিবর্তে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হবে। এর পাশাপাশি এই বছর নতুন কোনও প্রকল্প চালু করা হবে না বলেও তিনি জানিয়েছেন। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজ যতটা সম্ভব কমানো যায়, সেটাই করা হবে।

Advertisement

শুধু তাই নয়, এই বছর রাষ্ট্রপতির অনুষ্ঠানে যোগদানের সংখ্যাও কমিয়ে ফেলা হবে। অনুষ্ঠানে যোগদানের সময় ফুল ও অন্যান্য জিনিস ব্যবহারের খরচ কমিয়ে দেওয়া হবে। খাবারের খরচ ও কমিয়ে দেওয়া হবে। সামাজিক দূরত্বতা বজায় রাখার জন্য অতিথিদের তালিকাও কমিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button