দেশনিউজ

করোনা সঙ্কটের মাঝেও খুব শীঘ্রই এই শহরগুলির মধ্যে চালু হবে ৭ টি বুলেট ট্রেন

মুম্বই-আহমেদাবাদ রুটে হাইস্পিড করিডোরের নির্মান কাজ শুরু হয়েছে, যার উপর দিয়ে আর কয়েকদিনের মধ্যে ছুটবে বুলেট ট্রেন ৷

Advertisement
Advertisement

সারা দেশজুড়ে করোনা সঙ্কটের মধ্যেই খুব শীঘ্রই ৭ টি বুলেট ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনগুলি চালু করার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই কাজের জন্য National Highways Authority of India (NHAI)-র সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় রেল ৷ NHAI এই বুলেট ট্রেনের জন্য জমি অধিগ্রহণের কাজ করবে ৷এই জমি অধিগ্রহণের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, করোনার জেরে যে সঙ্কট দেখা দিয়েছে তা সত্ত্বেও ২০২৩-র ডিসেম্বরের মধ্যে এই সমস্ত রুট তৈরি হয়ে যাবে ৷

Advertisement
Advertisement

মুম্বই-আহমেদাবাদ রুটে হাইস্পিড করিডোরের নির্মান কাজ শুরু হয়েছে,যার উপর দিয়ে আর কয়েকদিনের মধ্যে ছুটবে বুলেট ট্রেন ৷ এর পাশাপাশি রেল High Speed ও Semi High Speed রেল করিডোরের জন্য ৭টি রুট চিহ্নিত করেছে ৷ হাইস্পিড রেল রুট ছাড়াও এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে উন্নত করার যোজনাও তৈরি করা হচ্ছে ৷ হাই স্পিড করিডোরে প্রতি ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে দৌড়বে ট্রেন ৷ সেমি হাই স্পিড করিডোরে ট্রেন প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, এই বুলেট ট্রেনগুলি যে ৭টি রুটকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল- দিল্লি-নয়ডা-আগ্রা-লখনউ-বারাণসী ও দিল্লি-জয়পুর-উদয়পুর-আহমেদাবাদ , মুম্বই-নাসিক-নাগপুর, মুম্বই-পুণে, হায়দরাবাদ, চেন্নাই-বেঙ্গালুরু-মাইসুরু, ও দিল্লি-চণ্ডীগড়, লুধিয়ানা-জলন্ধর-অমৃতসর ৷

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button