নিউজToday Trending Newsদেশ

Minimum Pension Update: কর্মচারীদের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে বড় খবর

পেনশনভোগীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১,০০০ টাকা, যা অত্যন্ত কম

Advertisement
Advertisement

দীর্ঘদিন ধরে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে সোচ্চার পেনশনভোগীরা। তাদের দাবির সমর্থনে আগামী ২০ জুলাই জাতীয় রাজধানী দিল্লিতে অনশনে বসবেন বলে ঘোষণা করেছেন। ইপিএস-৯৫ জাতীয় সংগ্রাম কমিটির (NAC) পক্ষ থেকে জানানো হয়েছে, পেনশনভোগীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১,০০০ টাকা, যা অত্যন্ত কম। তাই দ্রুত এই পরিমাণ বৃদ্ধি করে ৭,৫০০ টাকা করা উচিত।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি সংগঠনের চেয়ারম্যান কমান্ডার অশোক রাউত (অব.) বলেছেন, “এই কম পেনশনের কারণে পেনশনভোগীরা দুর্দশায় জীবনযাপন করছেন। তাদের পরিবার ও সমাজে মর্যাদা হারাচ্ছেন।” তিনি আরও বলেন, “সরকার জনগণের কল্যাণে বেশ কয়েকটি পেনশন স্কিম বাস্তবায়ন করেছে। কিন্তু ইপিএস কর্মচারীরা তাদের পুরো চাকরির সময় পেনশন তহবিলে অবদান রাখার পরেও শুধুমাত্র একটি নামমাত্র পেনশনের পরিমাণ পাচ্ছেন।”

Advertisement

NAC এর দাবি অনুযায়ী ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা হতে হবে। এছাড়া পেনশনভোগীর পত্নীকে বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা দিতে হবে। আর EPS 95 এর আওতায় না থাকা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ৫,০০০ টাকা মাসিক পেনশন দিতে হবে সরকারকে। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, “যদি আগামী বাদল অধিবেশনে ন্যূনতম পেনশন বৃদ্ধি না হয়, পেনশনভোগীরা দেশব্যাপী বিক্ষোভ করবেন।”

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) আওতায় থাকা কর্মচারীদের মূল বেতনের ১২ শতাংশ, ৯৫ ভবিষ্যত তহবিলে যায়। নিয়োগকর্তার অংশের ১২ শতাংশের মধ্যে ৮.৩৩ শতাংশ কর্মচারী পেনশন স্কিমে যায়। সরকার পেনশন তহবিলে মাত্র ১.১৬ শতাংশ অবদান রাখে। এইমুহুর্তে তাদের দাবি গ্রহণ না করে সরকার যদি ন্যূনতম পেনশন বৃদ্ধি না করে, তা হলে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগী সুবিধাভোগী অনশনে বসবেন।

Advertisement

Related Articles

Back to top button