নিউজরাজ্য

Cancelled Trains: প্রবল দুর্যোগ, সোমবারও একাধিক ট্রেন বাতিল শিয়ালদহ দক্ষিণ শাখায়

Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় রিমালের (Cyclone Remal) প্রভাবে বড়সড় দুর্যোগের আশঙ্কা রাজ্যে। বিশেষ করে ক্ষতি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। তাই আগাম সতর্কতা হিসেবে একগুচ্ছ ট্রেন বাতিল (Cancelled Train) হল শিয়ালদহ দক্ষিণ শাখায়। যাত্রীদের সুরক্ষার্থে দক্ষিণ সোমবারও এই শাখায় দশটি ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের তরফে। সোমবার দিঘা যাওয়ার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement

শিয়ালদহ দক্ষিণ শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল ৩৪৪২৬ এবং ৩৪৪২৪ শিয়ালদহ সোনারপুর লোকাল, ৩৪৩৩২ এবং ৩৪৩৩১ বারুইপুর লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৬১৪ এবং ৩৪৬১৩ শিয়ালদহ বারুইপুর লোকাল, ৩৪৮৮২ এবং ৩৪৮৮১ সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল। এছাড়াও ৩৪৮৯১ এবং ৩৪৮৯২ ডায়মন্ড হারবার বারুইপুর লোকালও বাতিল থাকছে সোমবার।

Advertisement

ঘূর্ণিঝড়ের জন্য সোমবার দক্ষিণ পূর্ব রেলের ১২৮৫৭ হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকছে। এছাড়াও ০৮১৩৫ মেচেদা দিঘা ইএমইউ স্পেশ্যাল, ১২৮৫৮ দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, ০৮১৪০ দিঘা মেচেদা ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলিও বাতিল থাকছে।

Advertisement
Advertisement

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে শিয়ালদহ দক্ষিণ এবং বারাসত হাসনাবাদ শাখায় রবিবার রাত ১১ টা থেকে সোমবার সোমবার ভোর ৬ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ বজবজ, শিয়ালদহ ক্যানিং, লক্ষ্মীকান্তপুর নামখানা, শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকাল বাতিল হয়েছিল। সোমবার একাধিক শিয়ালদহ ক্যানিং, লক্ষ্মীকান্তপুর নামখানা, শিয়ালদহ ডায়মন্ড হারবার, শিয়ালদহ বজবজ, শিয়ালদহ বারুইপুর, শিয়ালদহ বারাসত হাসনাবাদ লোকাল বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে, সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং তৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল পার করবে ঘূর্ণিঝড়। মংলার কাছাকাছি ল্যান্ডফল করবে রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তা মাঝে মাঝে ঘন্টায় ৯০ কিমিও ছুঁয়ে ফেলতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি, যা মাঝে মাঝে ১৩০ কিমিও হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button