ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Policy: বহু মানুষ পেয়েছেন সুবিধা, লক্ষ টাকার লাভজনক পলিসি প্রত্যাহার করল LIC

Advertisement
Advertisement

জীবনবীমার ক্ষেত্রে এখনও অধিকাংশ মানুষের প্রথম পছন্দ এলআইসি (LIC Policy)। বিভিন্ন পলিসি রয়েছে এলআইসির, যেগুলি বহু মানুষের ক্ষেত্রে লাভজনক হয়েছে। বীমার সুবিধা ছাড়াও সঞ্চয়ের সুবিধাও দেয় এলআইসির বিভিন্ন পলিসির। এবার এলআইসির তরফে একটি বড় লাভজনক পলিসি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বহু মানুষ লাভ পেয়েছেন এই পলিসি থেকে।

Advertisement
Advertisement

এলআইসির সম্পদ বৃদ্ধির পরিকল্পনা স্কিমটি এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাসে শুরু হওয়ার পর সেপ্টেম্বরে তা বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আবারো চালু হলেও ১ লা এপ্রিল থেকে ফের বন্ধ করে দেওয়া হয় এই পলিসিটি। এটি একটি অসংযুক্ত, অ অংশগ্রহণকারী, ব্যক্তিগত সঞ্চয় জীবন বিমা প্রকল্প। মেয়াদ চলাকালীন পলিসি গ্রাহকের অকালমৃত্যু হলে এই পলিসিটি গ্রাহকের পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে।

Advertisement

এই পলিসিটি ১০, ১৫ এবং ১৮ বছরের জন্য ছিল। পলিসিতে বিনিয়োগ করা যেত সর্বনিম্ন ৯০ দিন থেকে সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত। ৩২ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই পলিসি গ্রহণ করা যেত। মোট ১.২৫ লক্ষ টাকা ছিল বীমার পরিমাণ। তা ৫০০০ টাকার গুণিতকে বাড়ানো যেত। পলিসি টার্ম এবং ডেথ কভার দেওয়া হত এই পলিসিতে। মেয়াদ পূর্তির পর গ্যারান্টিযুক্ত অতিরিক্ত সুবিধাও দেওয়া হত এই পলিসিতে। পাশাপাশি কিস্তিতে এবং মেয়াদ পূর্তির পর ডেথ বেনিফিট পাওয়ার জন্য নিষ্পত্তির বিকল্প ছিল। ঋণ পাওয়ার সুবিধাও পাওয়া যেত এই পলিসিতে।

Advertisement
Advertisement

এলআইসি পলিসির তথ্য অনুযায়ী, মেয়াদ চলাকালীন পলিসি গ্রাহক যেকোনো সময় পলিসিটি সমর্পণ করতে পারেন। সেক্ষেত্রে নিশ্চিত সমর্পণ মূল্য এবং বিশেষ সমর্পণ মূল্যের সমান সমর্পণ মূল্য প্রদান করা হবে। পলিসি শুরু করার প্রথম তিন বছরে সমর্পণ করলে একক প্রিমিয়ামের ৭৫ শতাংশ দেওয়া হবে। এরপর সমর্পণ করলে পাওয়া যাবে প্রিমিয়ামের ৯০ শতাংশ।

Related Articles

Back to top button