কলকাতানিউজরাজ্য

মনীশ শুক্লা খুনে গ্রেফতার ১, সাতজনের নামে মামলা দায়ের

Advertisement
Advertisement

কলকাতাঃ বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় এই পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম মহম্মদ খুররম, টিটাগড়েরই বাসিন্দা। এছাড়াও দায়ের হয়েছে আরো সাত জনের নাম। খুররমের এক সঙ্গীকে খুনের ঘটনায় মনীশ শুক্লার নাম জড়িয়ে যায়।

Advertisement
Advertisement

সব মিলিয়ে নয় জনকে আটক করা হলেও তাদের মধ্যে ২ জনের নাম গুলাবা ও মহম্মদ নাসির। সন্ধ্যের পর থেকেই শুক্লার দেহ ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা, পুলিসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। রাস্তায় মানুষের ভিড় জমে যায়। প্রসঙ্গত, গতকাল রবিবার রাত আটটা নাগাদ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যারাকপুরের ডাকসাইটে বিজেপি নেতা মণীশ শুক্লা।

Advertisement

এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাত সওয়া দশটা নাগাদ বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে যায় যে বিটি রোড জুড়ে অবরোধ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা আজ দুপুরেই ঘটনাস্থলে যান, পুরো এলাকা খতিয়ে দেখেন।আজই রাসমণি শ্মশানে শেষকৃত্য হবে নিহত নেতার।

Advertisement
Advertisement

এই ঘটনায় আগেই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। কমব্যাট ফোর্স নিয়ে রবিবার রাতে এবং আজ, সোমবার সকালেও ঘটনাস্থলে ছানবিন করা হয়। এছাড়াও তদন্তে জোর দিতে আশেপাশে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশরা। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে সেই দাবি পেশ করেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

Related Articles

Back to top button