নিউজ

জয়েন্টের পরীক্ষায় বাংলা না থাকার দায় মমতার : লকেট

Advertisement
Advertisement

অরূপ মাহাত : এবার জয়েন্টের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজীর পাশাপাশি আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাঠিতেও হবে বলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তারপরই প্রশ্নপত্র কেন বাংলাতে হবে না তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন তৃণমূলের প্রথম সারির নেতারা। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামারও হুমকি দেন। তবে জয়েন্টের প্রশ্নপত্রে বাংলা না থাকার সমস্ত দায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Advertisement
Advertisement

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারনেই বাংলায় পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হলো পশ্চিমবঙ্গের পড়ুয়ারা।’ এ প্রসঙ্গে ট্যুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কেন্দ্রের ডাকা বৈঠকে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী উপস্থিত না থাকার কারনেই বারবার বঞ্চিত হচ্ছে রাজ্য। আর তৃণমূল নেতারা এই নিয়ে রাজনীতি করছেন। আসলে রাজনীতি ছাড়া কিছুই বোঝে না তৃণমূল।’

Advertisement

আরও পড়ুন : অযোধ্যা মামলার রায় নিয়ে দেশবাসীর কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Advertisement
Advertisement

এরপরই জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা না থাকা ও গুজরাঠি থাকা নিয়ে এই বিজেপি সাংসদ বলেন, ‘রাজনীতি না করে নির্দিষ্ট সময়ে জয়েন্ট পরীক্ষায় বাংলা রাখা অনুরোধ জানিয়ে আবেদন করলে আজ পশ্চিমবঙ্গের পড়ুয়ারা নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারত।’ গুজরাট আবেদন করেছিল বলেই সেখানকার পড়ুয়ারা নিজেদের ভাষায় পরীক্ষা দিতে পারছে বলেও জানান তিনি।

Advertisement

Related Articles

Back to top button