দেশনিউজ

অযোধ্যা মামলার রায় নিয়ে দেশবাসীর কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Advertisement
Advertisement

ভারতের অন্যতম হাইভোল্টেজ অযোধ্যা মামলায় অবশেষে রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ই নভেম্বরের আগেই এই বিতর্কিত মামলায় রায়দান করবে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে এই রায়দান ঘিরে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয় তার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
Advertisement

তিনি বলেছেন, “সুপ্রিম কোর্টের রায় নম্রতার সাথে গ্রহণ করুন।” একই সঙ্গে তাঁর মন্ত্রীসভার সকল মন্ত্রীদের কোনোরকম বিতর্কিত মন্তব্য করা থেকে সাবধানও থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে জয় বা হার তকমা দিতেও বারণ করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের পরে যে ভাবে দেশে শান্তি বজায় ছিল, তা এই দেশের ঐক্যতার পরিচয়৷ এ বারও তার অন্যথা হবে না৷

Advertisement

আরও পড়ুন : রাজ্যপালকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, বিজেপির ‘পার্টিম্যান’ বলে অভিহিত করলেন

Advertisement
Advertisement

বিজেপির শীর্ষ নেতৃত্ব সব ছোট বড় নেতা, কর্মীদেরই সাবধান করে দিয়েছে। অযোধ্যা মামলা নিয়ে কোনো উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে দলের সব স্তরের কর্মীদের। কোনো উস্কানিমূলক মন্তব্য করলে দল তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবে বলে জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একই ভাবে মুসলিম সংগঠন জমিয়ত-ই-হিন্দ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সব মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায় শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করার জন্য। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানানোর জন্য৷

Advertisement

Related Articles

Back to top button