গত ৬ নভেম্বর আফগানিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে ৫০ ওভারের ম্যাচ খেলা হয়েছিল যেখানে ওয়েষ্ট ইন্ডিজ ৩.৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু এই ম্যাচে এক বিস্ময়কর আউটের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা।আফগানিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে সংগঠিত প্রথম ওডিআই ম্যাচে টসে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্যারন পোলার্ড বল করার সিদ্ধান্ত নেন। ম্যাচের ২৭ নম্বর ওভারে রষ্টন চেজের বলে রহমত শাহ এক রান নিয়ে নিজের অর্ধশতরান পূর্ন করেন। কিন্তু ওই বলে আউট হন অপর ব্যাটসম্যান ইক্রম আলিখিল।
আরও পড়ুন : রোহিতের ঝকঝকে ৮৫ রানের ইনিংসের দৌলতে সিরিজে সমতা ফেরাল ভারতএকরান পূর্ন করার পর ইক্রম নিজ সঙ্গী রহমত শাহকে অর্ধশতরানের জন্য সংবর্ধনা জানাতে জান। ঠিক তখন ওয়েষ্ট ইন্ডিজ উইকেট-কিপার সাই হোপ ইক্রমকে রান আউট করেন। পরো ঘটনাটি তৃতীয় অ্যাম্পায়ার ইজাতুল্লাহ সেইফি এর কাছে পাঠানো হলে তিনি ইক্রমকে আউট বলে ঘোষনা করে।উল্লেখ্য ম্যাচটিতে আফগানিস্তান ৪৫.২ ওভারে ১৯৪ রান করে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে রষ্টন চেজের ৯৪ রানের দৌলতে ২১ বল বাকি থাকতে ওয়েষ্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়লাভ করে এভং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।