নিউজপলিটিক্সরাজ্য

‘রক্ষক-ভক্ষক-তক্ষক’, বিজেপি-কংগ্রেস-বামকে একসাথে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

শাসক শিবির হতে শুরু হল একুশের নির্বাচনী প্রচার। এইদিন মেদিনীপুরের কলেজ মাঠে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বাক্যবাণ ছোঁড়েন কংগ্রেস-বাম-বিজেপির দিকে।

Advertisement
Advertisement

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সিপিএম, কংগ্রেস এবং বিজেপি সকলে ঘোলা জলে মাছ ধরতে এসেছে। একসাথে ভাঙছে বাড়ি ভাঙছে। টাকা ছড়িয়ে বেড়াচ্ছে। কুৎসা করছে। অপপ্রচার করছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদের উৎখাতের সময় এসে গিয়েছে। এইদিন তিনি কটাক্ষ করে বলেন,”সিপিআইএম-বিজেপি-কংগ্রেস তিন ভাই। একজন রক্ষা করতে চাইলে আরেকজন ভক্ষণ করে। আরেকজন করে তক্ষণ। রক্ষক-ভক্ষক-তক্ষক। আমি বলি তাদের কঙ্কা-বঙ্কা-শঙ্কা।”

Advertisement

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দিকেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তার বক্তব্য,”কেন্দ্রের বিজেপি সরকার সবার থেকে টাকার হিসেব চাইছে। আর নিজেরা পিএম কেয়ার্স ফান্ডের কোনও হিসেবই দিচ্ছেনা। করোনার নামে যে এত টাকা তুললেন, তার হল কি? ওদের ভাষায় সবাই দুর্নীতিপরায়ণ, আর নিজেরা সব সাধু। তাহলে রাফাল দুর্নীতিটার কি হল ? মিথ্যার ডাস্টবিন নিয়ে বসে আছেন তারা।” এইদিন শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে বাম কাউকেই ছাড়েননি তৃণমূল নেত্রী।

Advertisement
Advertisement

কোনও ‘বহিরাগত’ হোক কিংবা গুণ্ডা কিছুতেই দখল করা যাবেনা বাংলা। এমনটাও এইদিন বলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,” বাংলাকে কিছুটাই আমরা গুজরাট বানাতে দেবনা।” এছাড়াও আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেন,”২১ এর বিধানসভা আমাদের। জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল আসছে বঙ্গে।”

Advertisement

Related Articles

Back to top button