দেশনিউজ

আইনি জটিলতায় পড়ল আমাজন

Advertisement
Advertisement

আইন ভেঙে ব্যবসার জালে অনলাইন শপিং সাইট অ্যামাজন। এমনই দাবি ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT-র। তাদের অভিযোগ, অ্যামাজন বৈষম্যমূলক দামে পণ্য বিক্রি করে দেশের আইন ভাঙছে। এই অভিযোগের অ্যামাজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানাল ইডি-র কাছে।

Advertisement
Advertisement

CAIT তরফে ইডি-কে দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ২০১২ সাল থেকে ব্যবসা ফেদেছে অ্যামাজন। তারপরেই সমানে দেশের যাবতীয় আইন ভেঙে ব্যবসা করে চলেছে। এফডিআই, ফেমা-র মতো আইনগুলিতে দেশের ছোট ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে বিধিনিষেধ রয়েছে, সেগুলিরও তোয়াক্কা করছে না অ্যামাজন৷ এরপরেও এই বহুজাতিক সংস্থা বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ দেশের প্রায় ৭ কোটি ছোট ব্যবসায়ীর জীবন জীবিকা বিপন্ন হতে বসেছে৷ শুধু এই ব্যবসায়ীরাই নন, তাঁদের সাথে অসংখ্য কর্মী ও মানুষও প্রতারিত হচ্ছেন। তবে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া মেলেনি অ্যামাজন ইন্ডিয়ার তরফে।

Advertisement

এই বিষয়ে CAIT-এর জেনারেল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, “অ্যামাজন সেলার সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং বিভিন্ন বেনামি সংস্থার মাধ্যমে বাজার দখলের অসাধু চেষ্টা চালাচ্ছে অ্যামাজন, যা এফডিআই নীতি এবং ফেমা আইনের সম্পূর্ন বিরোধী৷”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button