নিউজপলিটিক্সরাজ্য

ভোট যত কাছে আসছে, আয়তন বেড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর মিথ্যের, আক্রমণ অধীরের

Advertisement
Advertisement

ভোট আসার সাথে সাথে বেড়ে চলেছে মুখ্যমন্ত্রীর মিথ্যের আয়তন। রাজ্যের করোনা পরিস্থিতি নয়ে এমনটাই বলতে শোনা গেল প্রদেশের কংগ্রেস সভাপতি অধির চৌধুরীকে। এইদিন অধীর বাবু সরাসরি অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। রাজ্যের করোনা পরিস্থিতি নয় একের পর এক মিথ্যে বলে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনকি মিথ্যে আশা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদেরও। এইদিন এমনটাই বলেন কংগ্রেস রাজ্য সভাপতি। রাজ্যের করোনা আক্রান্ত মানুষ চিকিৎসা পাচ্ছেন না আর মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে বলে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

Advertisement
Advertisement

এইদিন তিনি আরও বলেন যে ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথেই বেড়ে চলেছে মুখ্যমন্ত্রী মিথ্যের আয়তন। এভাবেই এইদিন মুখ্যমন্ত্রীর দিকে তাক করে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার অভিযোগ, করোনা পরিস্থিতিতে চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা খরচ করেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অন্যদিকে রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ মেটাতে পারছেন না করোনা রোগীরা।

Advertisement

অন্যদিকে শাসক দলকে আক্রমণ করে বলেন,” রাজ্যে কতজন আক্রান্ত হচ্ছেন, কতজন করোনা সংক্রমণে মারা যাচ্ছেন তা লুকিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম থেকে এই তথ্য গোপন করেছে রাজ্য সরকার।” তিনি এইদিন আরও বলেন, গরিব মানুষেরা চিকিৎসার জন্য টাকা চাইছেন, তবু কিছু পাচ্ছেন না। সঠিক সময়ে মানুষ সব উত্তর দেবেন বলে দাবি করেছেন অধীর চৌধুরী।

Advertisement
Advertisement

অন্যদিকে এইদিন করোনা মোকাবিলায় রাজ্যের পরিস্থিতি অনেকটাই ভালো। সেই কারণে প্রশংসা ও করেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার করোনার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। সেই সময়ই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র হতে এর সাথে করোনার টিকার ক্ষেত্রে সহযোগিতা করা হবে রাজ্যকে। এমনটাই এইদিন জানিয়েছেন কেন্দ্র সরকার।

Advertisement

Related Articles

Back to top button