নিউজপলিটিক্সরাজ্য

“কোভিডযোদ্ধা ছাড়া বাকিদের ভ্যাকসিনের খরচ কি দেবে কেন্দ্র?”, ভার্চুয়াল বৈঠকে মোদিকে প্রশ্ন মমতার

কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে প্রথম তিন কোটি কোভিডযোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু তাহলে প্রশ্ন উঠছে বাকিদের টিকাকরনের জন্য খরচ কে দিতে হবে রাজ্যকে?

Advertisement
Advertisement

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতি ভয়াবহ করেছিল সাধারণ মানুষের জীবনযাত্রা। কিন্তু এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে দেশবাসী। কারণ ভারতে চলে এসেছে করোনা ভ্যাকসিন। এই ভ্যাকসিন আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম সারির কোভিড যোদ্ধাদের দেওয়া হবে। আর সেই জন্যই আজ অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। আগে থাকতেই কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে প্রথম তিন কোটি কোভিডযোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু তাহলে প্রশ্ন উঠছে বাকিদের টিকাকরনের জন্য খরচ কে দিতে হবে রাজ্যকে?

Advertisement
Advertisement

আজকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রথম সারির কোভিড যোদ্ধাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পর বাকিদের কি বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র সরকার? না বাকিদের টিকা করনের জন্য রাজ্যকে খরচ করতে হবে? তবে মুখ্যমন্ত্রী প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন পরবর্তী পদক্ষেপের জন্য দ্বিতীয় দফায় বৈঠক হবে খুব শীঘ্রই।

Advertisement

এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠকে টিকার কার্যকারিতা সংক্রান্ত বৈজ্ঞানিক নথিপ্রমাণ ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কোন দুটো টিকা দেওয়া হবে দেশবাসীকে তা কেন্দ্র ঠিক করেছে। রাজ্য কী সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। সে ক্ষেত্রে ভ্যাকসিনের চূড়ান্ত ছাড়পত্রের আগে তার কোন পার্শপ্রতিক্রিয়া আছে নাকি তা জেনে নেওয়া দরকার। তাই তিনি কোভিশিল্ড ও কো ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানসম্মত নথি প্রমাণ চেয়েছেন। এছাড়াও তিনি এদিন টিকাকরণের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement
Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে আজকের বৈঠকে দুজন মুখ্যমন্ত্রীকে তাদের বক্তব্য পেয়েছে সুযোগ করে দেওয়া হয়েছে। একজন হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যজন পুদুচেরি মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। এদিন প্রথম সারির কোভিদ যোদ্ধাদের মধ্যে পরিবহন কর্মীদের যোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তবে কোভিড যোদ্ধা ছাড়া বাকি রাজ্যবাসীর জন্য কি বিনামূল্যে টিকাকরণ সম্ভব সেই প্রশ্ন রয়ে গেছে।

Advertisement

Related Articles

Back to top button