নিউজরাজ্য

Madhyamik Exam 2024: মাধ্যমিক শুরু হবে কোন সময় থেকে? বড় সিদ্ধান্ত জানালো হাইকোর্ট

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯:৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে

Advertisement
Advertisement

সামনেই আসছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর তার ঠিক আগেই পরীক্ষা শুরু হওয়ার সময়সূচি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। অন্যদিকে উচ্চ মাধ্য়মিকের সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে নতুন সময়সূচি। আর তারপর থেকেই এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১:৪৫ মিনিট নাগাদ শুরু হবে বলে জানানো হয়েছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক শুরু হবে ৯:৪৫ মিনিটে। এই সময়সূচি বদল নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছিল হাইকোর্টের দরজাতেও।

Advertisement
Advertisement

তবে আজ হাইকোর্ট মাধ্যমিকের পুরোনো সময়সূচিতে সম্মতি জানালো না। যেহেতু মাধ্যমিক পরীক্ষার আর কয়েকদিন বাকি এই মুহূর্তে সময়সূচী বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে, সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯:৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের লাখ লাখ পরীক্ষার্থীর কথা মাথায় রেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে বদলে যাওয়া সময়ের জন্য যাতে কোনো ছাত্র ছাত্রী যাতে না অসুবিধায় পড়ে, সেইজন্য তিনি মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে বেশ কিছু পদক্ষেপ সুনিশ্চিত করার আদেশ দিয়েছেন। সেগুলি হল নিম্নলিখিত:

Advertisement

১) রাজ্যকে সুনিশ্চিত করতে হবে যাতে সব পরীক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন।

Advertisement
Advertisement

২) প্রতি থানা মাইকিং করবে এবং পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ বা প্রশাসন তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে।

৩) চালু করতে হবে একাধিক হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে স্থানীয়ভাবে কোথায় যোগাযোগ করবেন, তার যাবতীয় তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পর্ষদকে।

৪) পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

৫) পরীক্ষার্থীদের পৌঁছনোর জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে।

Advertisement

Related Articles

Back to top button