Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Traffic New Rules: এখন আর গাড়ির চাবি ছিনিয়ে নিতে পারবে না পুলিশ, বাড়ি থেকে বের হওয়ার আগে পড়ে নিন পুরো খবর

সারাদেশে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাস্তায় গাড়ি চালানোর আলাদা আলাদা নিয়ম তৈরি করা হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যে ট্রাফিক নিয়ম আলাদা আলাদা। সেই কারণে আপনি যদি অন্য রাজ্যে গিয়ে গাড়ি চালাতে চান…

Avatar

সারাদেশে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাস্তায় গাড়ি চালানোর আলাদা আলাদা নিয়ম তৈরি করা হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যে ট্রাফিক নিয়ম আলাদা আলাদা। সেই কারণে আপনি যদি অন্য রাজ্যে গিয়ে গাড়ি চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই রাজ্যের ট্রাফিক নিয়ম জেনে যেতে হবে। কোন ব্যক্তি যদি ট্রাফিক আইন লংঘন করতে গিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু সেই লঙ্ঘিত ব্যক্তিকে নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে। তবে সময়ে সময়ে ট্রাফিক নিয়ম পরিবর্তন হতে থাকে। বিশেষ করে শহরগুলিতে ট্রাফিক নিয়ম খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। ইতিমধ্যে উত্তরপ্রদেশের আগ্রা জেলায় ট্রাফিক নিয়ম সম্প্রতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশকে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা এখন আর কোন ব্যক্তির গাড়ির চাবি নিতে পারছেন না এবং তাদেরকে চালান জারি করতে পারছেন না। সম্প্রতি এই নতুন পরিবর্তনটি সিস্টেমে একটা নতুন আশার আলো জাগিয়েছে।এখন থেকে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা সরাসরি ট্রাফিক আইন অমান্যকারীকে চালান করতে পারবেন না। সাধারণত আগে, এই ধরনের পুলিশরা চালানের নাম করে সেই গাড়ি চালকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন। সেই সিস্টেমটা এবারে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে এই চালান কাটার দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক উপরিদর্শক এবং পরিদর্শককে। তারাই কিন্তু চালান কাটতে পারবেন এবার থেকে। ফলে, যদি কেউ ট্রাফিক নিয়ম লংঘন করেন তাহলে চালান দেয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে তার উপরে দেওয়া হয়েছে।এই পুরো প্রক্রিয়া চলাকালীন সময় চালানের পরিমাণ অফলাইনে নেওয়া হবে না। সরকার সরাসরি নির্দেশ দিয়েছে চালান এর পরিমাণ কিন্তু অনলাইনে গ্রহণ করা হবে। যদি অনলাইনে চালান দিতে কেউ অস্বীকার করেন তাহলে তার কাছে একটি বিল পাঠানো হবে এবং সেই বিল অনুযায়ী তাকে চালান দিতে হবে। এই চালানের পরিমাণ নির্ধারণ অনলাইন মাধ্যমে করা হবে যাতে কোন রকম কোন সমস্যা না হয়।
About Author