নিউজপলিটিক্সরাজ্য

সাদা ধুতি-পাঞ্জাবি, সঙ্গে দুবাইয়ের রুপোলী চপ্পল! বিধানসভার প্রথম দিনেই নজর কাড়লেন মদন মিত্র

৫ বছর পরে বিধানসভায় ফিরে এসে নিজের স্টাইল স্টেটমেন্ট প্রমাণ করে দিলেন মদন মিত্র

Advertisement
Advertisement

পাঁচ বছর পরে আবারো বিধানসভায় প্রত্যাবর্তন করলেন মদন মিত্র। বরাবর তিনি জনপ্রিয় তার স্টাইল স্টেটমেন্ট এর জন্য। আর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তার নিজের ট্রেডমার্ক স্টাইলে সকলকে একেবারে চমকে দিলেন তিনি। শুক্রবার নতুন বিধান সভা গঠনের পর প্রথম অধিবেশন ছিল এবং সেই দিন খোশমেজাজে সাদা ধুতি পাঞ্জাবি পরে বিধানসভায় ঢুকলেন মদন মিত্র।

Advertisement
Advertisement

পরনে সাদা পাঞ্জাবি এবং ধুতি থাকলেও মদন মিত্র সব সময় রঙিন চরিত্র। বিধানসভায় প্রবেশ করার সময় ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদ এই ধুতি-পাঞ্জাবি পরে থাকেন। কিন্তু মদন মিত্র সবার থেকে আলাদা, বলতে গেলে তার চটির মতো চটি পরে এখনো পর্যন্ত মনে হয় না কোন রাজনীতিবিদ বিধানসভার মতো জায়গায় এসেছেন। সাদা ধুতি পাঞ্জাবি সঙ্গে মদন মিত্র পড়েছিলেন নীল রঙের মাস্ক এবং রুপালি রঙের একটি অভিনব চপ্পল। এই চপ্পলের উপরে ইংরেজিতে লেখা ছিল এই চপ্পলের ব্র্যান্ডের নাম – ‘বস’। আর এই বস এর চপ্পল পরে একেবারে বসের মতোন করেই এন্ট্রি নিলেন মদন।

Advertisement

উল্লেখযোগ্য বিষয় হলো এই চপ্পল নাকি কিনে আনা হয়েছে দুবাই থেকে। মদন মিত্র নিজেই এই কথা সকলকে জানিয়েছেন। তবে এই জিনিসটি নিজে কিনেছেন নাকি কারো কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন সেটা এখনো পর্যন্ত জানাননি মদন মিত্র। পাশাপাশি এই চপ্পলের দাম এখনো পর্যন্ত জানা যায় নি।

Advertisement
Advertisement

তাই এইরকম একটি চপ্পল পরার কারণ জানতে চাইলে, মদন মিত্র বলেন, ” আমি তো বহিরাগত নই তাই বাইরে থেকে জুতা এনে পরেছি। ” বিধানসভায় প্রবেশের সময় এবং বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়তে ছাড়লেন না এই বর্ষীয়ান তৃণমূল নেতা।

Advertisement

Related Articles

Back to top button