নিউজদেশ

এলপিজি-তে হবে এবার থেকে রেশন ব্যবস্থা, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের জন্য বড় পরিবর্তন করল ভারত সরকার

লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজির জন্য বড় আপডেট নিয়ে কেন্দ্রীয় সরকার

Advertisement
Advertisement

লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজির নিয়মের ক্ষেত্রে চলে এল বড় পরিবর্তন। এবারে যারা এলপিজি ডোমেস্টিক ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য একটা নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যারা ডোমেস্টিজ সিলিন্ডার ব্যবহার করেন তাদের কিন্তু এবার থেকে সিলিন্ডার নেওয়ার জন্য রেশনিং করতে হবে। ডোমেস্টিক ব্যবহারকারী এক বছরে, ১৫ টির বেশি সিলিন্ডার গ্রহণ করতে পারবেন না। এক মাসে দুটির বেশি এলপিজি সিলিন্ডার আপনি গ্রহণ করতে পারবেন না। এতদিন পর্যন্ত গ্রাহকরা নিজের ইচ্ছে অনুযায়ী সিলিন্ডার গ্রহণ করতে পারতেন। কিন্তু এবার থেকেও সেই নিয়ম বদলাতে চলেছে।

Advertisement
Advertisement

গ্যাস ডিলাররা বলছেন, এই রেশনিং ব্যবস্থার জন্য এবার থেকে সফটওয়্যারে কিছু পরিবর্তন করা হবে। খুব শীঘ্রই ওই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে এবং সমস্ত ধরনের সমস্যার দিকে নজর রেখে এই নতুন নিয়ম কার্যকর করা হবে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, যেহেতু কমার্শিয়াল গ্যাসের থেকে ডোমেস্টিক গ্যাস একটু হলেও সস্তা সেই কারণে, অনেকে কমার্শিয়াল ব্যবহারকারী এই ডোমেস্টিক গ্যাস ব্যবহার করছিলেন। সেই কারণ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার।

Advertisement

সারা ভারতের গ্যাস ডিলাররা বলছেন, এবার থেকে একটি কানেকশনে প্রতিমাসে দুটি করে গ্যাস সিলিন্ডার গ্রহণ করা যাবে। পাশাপাশি কোনভাবেই এই সংখ্যাটা বছরে ১৫ টির বেশী হবেনা। ইন্ডেন গ্যাসের একজন কর্মকর্তা বিপুল পুরোহিত বলছেন, যদি কোন গ্রাহক ১৫ এর থেকে বেশী সংখ্যক গ্যাস সিলিন্ডার গ্রহণ করেন, তাহলে তাকে অতিরিক্ত সিলিন্ডার গ্রহণের জন্য পারমিশন নিতে হবে আলাদা করে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button