দেশনিউজ

প্রয়োজন হলে চালানো হবে লোকাল ট্রেন, ঘোষণা রেলের

Advertisement
Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের পর এখনও পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। কবে চালু হবে লোকাল সহ যাত্রীবাহী ট্রেন? এই প্রশ্নই এখন নিত্যযাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে। নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে যখন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে আমজনতা, তখন ট্রেইন দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। যা তারা পাচ্ছি না। তারা তাই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে নিত্যযাত্রীদের, তা বলার অপেক্ষা রাখে না। তবুও করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা যেভাবে উদ্বেগজনক, তাতে এখনই লোকাল ট্রেন চালানোর ভাবনা ভাবছে না ভারতীয় রেল। যদিও বলা হয়েছে কোথায় ট্রেনের প্রয়োজন আছে, সেই অনুযায়ী ট্রেন চালানো হবে। সংশ্লিষ্ট রাজ্যের চাহিদা অনুযায়ী ঠিক হবে লোকাল ট্রেন চালু হওয়ার দিন। তবে সেটাও করোনা পরিস্থিতির ওপর বিচার করে হবে, এমনটাই ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

এ প্রসঙ্গে রেলমন্ত্রী ভি কে যাদব জানিয়েছেন, রাজ্য সরকারের প্রয়োজন এবং করোনা পরিস্থিতির ওপর বিচার করে লোকাল ও যাত্রীবাহী ট্রেন চালানো হবে। কোন সময় কোন ট্রেনে ভিড় কেমন? কোন লাইনে চাপ কম? সেসব ভাবতে হবে। এমনকি যেদিকে ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে, সেখানে করোনা পরিস্থিতি কেমন বিচার-বিবেচনা করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেব আমরা।’

Advertisement

তবে নির্দিষ্টভাবে কবে লোকাল ট্রেন চলবে বা বলা ভাল পুজোর আগে কি লোকাল ট্রেনের চাকা ঘুরবে, তা নিয়ে কিন্তু পষ্টভাবে তিনি কিছু জানাননি। নিঃসন্দেহে এটা একটা সবুজ সংকেত যে, সংশ্লিষ্ট রাজ্য চাইলে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটা কবে এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button