ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঋণগ্রহীতাদের স্থগিত কিস্তির ওপর সুদ দিতে হবে না, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

Advertisement
Advertisement

নয়াদিল্লি: ঋণগ্রহীতাদের জন্য সুখবর। স্থগিত কিস্তির ক্ষেত্রে সুদ দিতে হবে না ঋণগ্রহীতাদের। এমনটাই সুপ্রিমকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতির মধ্যেই ঋণের কিস্তি শোধের ক্ষেত্রে ছ’মাসের মরেটোরিয়াম ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার কেন্দ্র সিদ্ধান্ত নিল যে, স্থগিত কিস্তির ক্ষেত্রে সুদ দিতে হবে না ঋণগ্রহীতাদের। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেল ঋণগ্রহীতারা।

Advertisement
Advertisement

আরবিআই ছ’মাসের জন্য মোরেটোরিয়াম দিয়েছিল। তার মেয়াদ গত 31 অগাস্ট শেষ হয়ে গিয়েছে। এর ফলে ঋণের স্থগিত করা কিস্তি সুদ সমেত দেওয়ার কথা ছিল গ্রহীতাদের।

Advertisement

কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে, দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পুনরায় মেটানোর ক্ষেত্রে সুদ মকুবে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, উদ্যোগ, শিক্ষা, গৃহ, ক্রেতা, সামগ্রী, গাড়ি এবং ক্রেডিট কার্ডের ঋণের ক্ষেত্রে এই সুদ মকুব প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button