ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Policy: মাত্র ২৫৩ টাকা জমিয়ে ৫৪ লক্ষ পর্যন্ত রিটার্ন, বাম্পার পলিসি আনল LIC

Advertisement
Advertisement

ভবিষ্যৎ সুরক্ষিত করতে সময় থাকতেই বিনিয়োগে (Investment) মন দিয়ে থাকেন কমবেশি অনেকেই। বিনিয়োগের ক্ষেত্রে এখন ব্যাঙ্কের পাশাপাশি জীবন বিমা কর্পোরেশন বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনও (Life Insurance Scheme) ভালো স্কিম পাওয়া যাচ্ছে। নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে এল আই সির একাধিক স্কিম রয়েছে যেগুলি সর্ব ক্ষেত্রের মানুষের মাঝে বেশ জনপ্রিয়। বিভিন্ন ধরণের প্রকল্প চালু রয়েছে এলআইসির, যেগুলিতে ভিন্ন ভিন্ন ধরণের পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ।

Advertisement
Advertisement

এলআইসির এমনি একটি সুরক্ষিত এবং ভরসা যোগ্য পলিসি হল জীবন লাভ নীতি। এলআইসির জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল এই জীবন লাভ নীতি। সর্বনিম্ন মাত্র ১৮ বছর বয়সেই এই পলিসিতে বিনিয়োগ করা যায়। ১৬ বছর, ২১ বছর কিংবা ২৫ বছরের মেয়াদে করানো যায় এই বিমা। সর্বোচ্চ ৫৯ বছর বয়স পর্যন্ত এই বিমা করাতে পারেন পলিসি গ্রাহকরা। উল্লেখ্য, এই বিমা পলিসিতে জমা টাকার কোনো ঊর্দ্ধসীমা নেই।

Advertisement

এলআইসির এই জীবন লাভ নীতি পলিসিতে রয়েছে একটি বড় সুবিধা। ডেথ বেনিফিট প্রদান করা হয় এই পলিসিতে। অর্থাৎ বিমা চলাকালীন যদি পলিসি গ্রাহকের মৃত্যু হয় তাহলে বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ ফেরত পাবে তার পরিবার। পাশাপাশি এই পলিসিতে রয়েছে ঋণের সুবিধাও। এই বিমায় নিয়মিত তিন বছর প্রিমিয়াম দেওয়া হলে ঋণের সুবিধাও পাবেন পলিসি গ্রাহক।

Advertisement
Advertisement

এই পলিসিতে প্রত্যেক বছর ৯২ হাজার ৪০০ টাকা জমা করতে হবে পলিসি গ্রাহককে। অর্থাৎ মাসিক হিসেব মতো, প্রত্যেক মাসে ৭৭০০ টাকা জমা করতে হবে, যা দৈনিক হিসেবে দাঁড়ায় ২৫৩ টাকা। তাহলে হিসেব মতো, বিমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন পাওয়া যাবে ৫৪.৫০ লক্ষ টাকা।

Advertisement

Related Articles

Back to top button