টেক বার্তা

পেট্রোল যুগের অবসান, বিশ্বে প্রথম হাইড্রোজেন বাইক লঞ্চ করতে চলেছে Kawasaki

গ্রুপ-ভিশন ২০৩০ প্রোগ্রেস রিপোর্ট মিটিংয়ে প্রেজেন্টেশনের অংশ হিসাবে হাইড্রোজেন চালিত একটি কনসেপ্ট মোটরসাইকেল উপর থেকে পর্দা সরিয়েছে জাপানি সংস্থাটি।

Advertisement
Advertisement

বিগত কয়েক বছর ধরে দফায় দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। যে কারণে পেট্রোল চালিত বাইক অথবা স্কুটারের বিক্রি কমেছে চোখে পড়ার মতো। তার বদলে ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের বিক্রি বেড়েছে অবিশ্বাস্য গতিতে। তবে এবার পেট্রোল কিংবা ইলেকট্রিক গাড়ি নয়, সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে গ্রাহকদের তাগ লাগিয়ে দিতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থা Kawasaki। গত বছর গাড়ি নির্মাণ সংস্থা সুজুকি প্রথমবারের মতো হাইড্রোজেন স্কুটারের সাথে পরিচয় করিয়েছিল জাপানে। এবার সেই রাস্তায় হেঁটে গাড়ি প্রেমীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে বাইক নির্মাণকারী সংস্থা Kawasaki।

Advertisement
Advertisement

সম্প্রতি গ্রুপ-ভিশন ২০৩০ প্রোগ্রেস রিপোর্ট মিটিংয়ে প্রেজেন্টেশনের অংশ হিসাবে হাইড্রোজেন চালিত একটি কনসেপ্ট মোটরসাইকেল উপর থেকে পর্দা সরিয়েছে জাপানি সংস্থাটি। যেখানে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, হাইড্রোজেন স্মল মোবিলিটি অ্যান্ড ইঞ্জিন টেকনোলজির উপর নির্ভর করে নতুন হাইড্রোজেন চালিত এই বাইক নির্মাণ করা হচ্ছে। কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, তাদের নতুন এই হাইড্রোজেন চালিত বাইকের ডিজাইন এবং কনসেপ্ট গ্রহণ করা হয়েছে নিনজা বাইকের কনসেপ্ট থেকে।

Advertisement

যদি এই কনসেপ্ট বাইকের অত্যাধুনিক ডিজাইনের কথা বলি, তবে কাওয়াসাকির কনসেপ্ট হাইড্রোজেন মোটরসাইকেলে ইংরেজি H-আকৃতির এলইডি ডে টাইম রানিং লাইট রয়েছে। যা এলইডি প্রোজেক্টর হেডল্যাম্পকে আবৃত করে রেখেছে। এছাড়া ফুল-ফেয়ারিং, বড় উইন্ড স্ক্রিন এবং এলইডি টার্ন ইন্ডিকেটর রয়েছে। যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে জাপানি এই গাড়ি নির্মাণ কোম্পানির তরফ থেকে হাইড্রোজেন চালিত বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং দাম সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে কোম্পানির প্রেসিডেন্ট জানিয়েছেন, খুব শীঘ্রই বিশ্বের প্রথম হাইড্রোজেন বাইকের ট্রায়াল শুরু হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button