টেক বার্তা

Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান, আনলিমিটেড ডেটা 39 টাকায় পাওয়া যাচ্ছে, এই সুবিধা পাবেন

আপনি যদি এই নতুন অফার ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য রয়েছে অনেক সুযোগ

Advertisement
Advertisement

যারা সাধারণত বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য একটা দারুন প্ল্যান নিয়ে হাজির হলো এয়ারটেল। নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে মাত্র ১৩৩ টাকা থেকে। এর পাশাপাশি আপনারা অতিরিক্ত বেনিফিট পেয়ে যাবেন একাধিক। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ডাটা ইনফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪ ঘন্টা সেন্টার সাপোর্ট। আপনারা বিশ্বের ১৮৪টি দেশে এই বিশেষ পরিষেবা ব্যবহার করতে পারবেন। এটি আদতে একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক। এই প্যাক ব্যবহার করলে খুব সহজেই সেই সমস্ত দেশে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্লানের ক্ষেত্রে অটো রিনিউয়াল এর অপশন রয়েছে।

Advertisement
Advertisement

ভারতের ব্যবহারকারীরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে এই ধরনের ডাটা প্ল্যান সাবস্ক্রাইব করতে পারবেন। একবার রিচার্জ করা হয়ে গেলে এই প্ল্যান তখনই এক্টিভেট হয়ে যাবে যখন গ্রাহকরা নিজেদের গন্তব্যে পৌঁছবেন। এমনিতে এয়ারটেল এর ইনফ্লাইট ডাটা এক্সেস সহ একটা প্ল্যান রয়েছে। এয়ারটেলের সবথেকে সস্তার ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে মাত্র ১৫৫ টাকা থেকে। একদিনের জন্য বৈধ থাকবে এবং ২৫০ এমবি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন। এ সাথেই থাকবে ১০০ মিনিটের কল, শুধুমাত্র ভারতে আউটগোয়িং এবং ইনকামিং। এছাড়াও আপনারা ১০০টি বিনামূল্যে এসএমএস করতে পারেন একদিনের জন্য।

Advertisement

একই রকম আরও একটি ডেটা প্ল্যান এনেছে সংশ্লিষ্ট সংস্থা। যার মূল্য ২৯৫ টাকা। আর এটা একদিনের জন্যই বৈধ। এই প্ল্যানে মিলবে ৫০০ এমবি ডেটা। আর বাকি সব কিছুই আগের প্ল্যানের মতোই। আর তৃতীয় প্ল্যানের মূল্য ৫৯৫ টাকা। এটাও একদিনের জন্য বৈধ। ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ এই প্ল্যানের ক্ষেত্রে ডেটা মিলবে ১ জিবি। আর বাকি সব আগের মতোই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button