ভাইরাল & ভিডিওবিনোদন

Gori Nagori Dance: শরীর থেকে দুপাট্টা ছুঁড়ে ফেলে দিয়ে দুরন্ত নাচ গোরি নাগরীর, ভাইরাল ভিডিও

এই ভিডিওতে দুজনকে দুর্দান্ত নাচ করতে আমরা দেখতে পাচ্ছি

Advertisement
Advertisement

আজকের দিনে ভারতে হরিয়ানার গানের একটা আলাদা চল শুরু হয়েছে। এখন হরিয়ানার গায়ক ও নৃত্যশিল্পীরা ভারতের প্রতিটি ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করছেন। এখন কোনো পার্টি মানেই তাদের গান বাজবেই। সেদিক থেকে দেখতে গেলে ভারতে এখন হরিয়ানা ডমিনেট করছে সেটা বলা যায়। আর একইভাবে এখন জনপ্রিয়তার শিখরে আছেন হরিয়ানার শাকিরা নামে পরিচিত গোরি নাগরী। তার অসাধারণ নাচ বলতে গেলে মানুষকে পাগল করে দিয়েছে। মানুষ এখন তার দারুন সুন্দর নাচের স্টাইল এবং তার দারুন সুন্দর চেহারার প্রশংসায় পঞ্চমুখ। আজকে আমরা এই নৃত্যশিল্পীর একটা নতুন নাচের ভিডিওর ব্যাপারে আপনাদের জানাতে চলেছি। এই নাচের ভিডিওতে তার সৌন্দর্য্য ও স্টাইল সকলের ঘুম উড়িয়ে দিয়েছে বলা যায়। হরিয়ানার সবথেকে জনপ্রিয় গান যোগী গানে দারুন নাচ করেছেন এই শিল্পী। নীল রঙের টাইট স্যুটে পিঠের ফিতে দেখিয়ে এই সমাবেশের মধ্যে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। তার স্টাইল দেখিয়ে তিনি রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। এই গানের কথা, সুর এবং তার সাথে গোরি নাগরির এই দুরন্ত নাচ, সবকিছু যেন একেবারে মিলেমিশে একাকার।

Advertisement
Advertisement

ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে তিনি তরুণদের ঘুম উড়িয়ে দিয়েছেন তার নাচ দিয়ে। সবাই বলতে গেলে তার এই মোহনীয় শৈলী ও তার নাচের স্টাইল দেখে চমকে গেছেন। এখন বলতে গেলে মানুষের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন এই অভিনেত্রী তথা নৃত্যশিল্পী। এখন বলতে গেলে এই শিল্পীর নাচ সবাই দারুন ভালোবাসছেন। মানুষের হার্টবিট বাড়িয়েছে এই নাচের ভিডিও।

Advertisement

তবে এটাই কিন্তু প্রথম না. এর আগেও তিনি এমন অনেক ভিডিওতে নাচ করেছিলেন। তবে সেগুলোর থেকে এটা অনেক বেশি মানুষ পছন্দ করেছেন। এখনকার দিনে তার এই নতুন নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দারুন জনপ্রিয়তা পেয়েছে এবং তার সাথে সাথে গোরি নাগরী হয়ে উঠেছেন ভারতের একজন বড় সেনসেশন। আপনি যদি এখনো এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এটাই হলো আপনার জন্য সবথেকে বড় সময়। আপনার কাছে যদি একটু সময় থাকে তাহলে দেখে নিন এই নতুন ভিডিওটি এবং আনন্দ গ্রহণ করুন এই দুরন্ত নাচের ভিডিওর। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button