টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

ভক্তের ভক্তিতে বাধ সাধল জয় বাবা লোকনাথ ধারাবাহিক, বন্ধ হয়ে গেল এই ধারাবাহিক

Advertisement
Advertisement

লোকনাথ বাবার ভক্ত আপনি? হতেই পারেন ভক্ত, তিনি যে শিব তিনিই যে ব্রম্ম। তবে তাঁকে নাগালে পাওয়া সহজ নয়। রীতিমতো সাধনা ও অগাধ প্রেম না থাকলে বাবা লোকনাথকে পাওয়া হয়তো সম্ভব নয়। যাইহোক এগুলি সবই বিশ্বাসের উপর নির্ভর করে। প্রসঙ্গত, জি বাংলায় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে সম্প্রচার হতো ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিক। জানুয়ারির গোড়া থেকেই তা পরিবর্তিত হয়েছিল।

Advertisement
Advertisement

বাংলা টেলিপর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এই লোকনাথ ব্রহ্মচারীর জীবন-আশ্রিত ধারাবাহিকটি। শিশু লোকনাথের ভূমিকায় অরণ্য এবং যুবক লোকনাথের ভূমিকায় সৌপ্তিক চক্রবর্তীকে দেখা গিয়েছিলো। এরপর পরিণতবয়স্ক লোকনাথের ভূমিকায় থাকেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভালোই চলছিল এই ধারাবাহিকটি। যারা ধর্মীয় ধারাবাহিক দেখতে পছন্দ করতেন তাদের কাছে এই ধারাবাহিকটি হিটের তালিকায় ছিল। কিন্তু বুধবার ধারাবাহিকের শেষপর্ব দেখে সবাই হতাশ হয়েছেন।

Advertisement

কেন বন্ধ হল এই জনপ্রিয় ধারাবাহিক? ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, মূলত প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীদের সংঘাতই এরজন্যই এই ধারাবাহিক বন্ধ হয়। যদিও, লকডাউনের জন্য টলিপাড়া বন্ধ ছিল বহু দিন, অনেক কলা কুশলী তাদের পারিশ্রমিক পাননি, ফলে বন্ধ হয়েছে অনেক ধারাবাহিক। লকডাউনের পরে ‘লোকনাথ’-এর টাইম স্লট দু’বার পরিবর্তন হওয়ায় ডিসেম্বরের আগেই ধারাবাহিকটি শেষ হওয়ার সময় গুনছিলেন অনেকেই। শেষ মেশ বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।

Advertisement
Advertisement

ধারাবাহিকের লেখিকা সাহানা দত্ত প্রযোজনা সংস্থা থেকে সরে যাওয়ায় সেই সুযোগ আসে চ্যানেলের হাতে। চিত্রনাট্য পছন্দ হচ্ছে না বলে অভিযোগ আনে এই চ্যানেল। বন্ধের কারণ হিসেবে প্রযোজনা সংস্থাকে এটাই বলা হয়েছে বলে খবর। তবে এও খবর সামনে আসে যে, প্রত্যাশিত টিআরপি না আসার কারণে এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।

Advertisement

Related Articles

Back to top button