টেক বার্তা

এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা নিয়ে আসল Jio, গ্রাহকরা পাবেন এই সুবিধা

Jio হাজির নতুন এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা নিয়ে, জেনে নিন সুবিধাগুলি সম্পর্কে

Advertisement
Advertisement

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে Reliance Jio। এবার Jio নিয়ে এল এমার্জেন্সি ডেটা লোন পরিষেবা। কি এই এমার্জেন্সি ডেটা লোন? ধরুন আপনি আপনার দৈনিক ডেটা লিমিট পুরো খরচ করে ফেলেছেন। অথচ আপনার কাছে টাকা নেই ডেটা বুস্ট করার। সেক্ষেত্রে এই লোনের সাহায্য আপনি নিতে পারবেন।

Advertisement
Advertisement

১ জিবি হাইস্পিড 4G ডেটার দাম মোটে ১১ টাকা। সেই টাকা আপনি পরে‌ও দিতে পারেন অর্থাৎ একেবারে পোস্টপেইড অফারে আপনি ডেটা লোন নিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এবং এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই লোনে পাওয়া ডেটার ভ্যালিডিটি কিন্তু ২৪ ঘন্টা নয়। আপনার রিচার্জ করা বেসিক প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ঐ ১ জিবি বেটার যখন খুশি ব্যবহার করতে পারবেন আপনি।

Advertisement

উল্লেখ্য, এই লোনের সুবিধা নেওয়ার একটাই শর্ত, আপনার ফোনে একটা আনলিমিটেড বেসিক রিচার্জ প্ল্যান থাকতে হবে। তাহলেই আপনি এমার্জেন্সি ডেটা লোন নিতে পারবেন। কীভাবে এই এমার্জেন্সি হাই স্পিড ডেটা লোন নেবেন জিও ইউজাররা? আসুন জেনে নিই

Advertisement
Advertisement

প্রথমে নিজের স্মার্টফোনে মাই জিও অ্যাপ খুলুন। এবার স্ক্রিনের উপরের দিকে বাঁদিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে যান। সেখানে মোবাইল অপশনের মধ্যে ইমার্জেন্সি ডেটা লোন অপশন পাবেন। সেটা সিলেক্ট করুন। ইমার্জেন্সি ডেটা লোন ব্যানারের মধ্যে প্রসিড বাটনে ট্যাপ করুন। পরবর্তী ধাপে ‘গেট ইমার্জেন্সি ডেটা’ অপশন সিলেক্ট করতে হবে। এবার শেষ পর্যায়ে ‘অ্যাকটিভ নাউ’ অপশনে ক্লিক করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button