দেশনিউজ

কার্বনযুক্ত বিশেষ মাস্ক তৈরি করছে কানপুর আইআইটির পড়ুয়ারা

Advertisement
Advertisement

কানপুর: এর আগে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি অনেককেই লকডাউনের সময় দেখা গিয়েছে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী দিয়ে ঘরোয়া মাস্ক তৈরি করতে। কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের জীবনের একটা দৈনন্দিন অঙ্গ হয়ে উঠেছে এই মাস্ক। আর সে কথা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ নিল কানপুর আইআইটির পড়ুয়ারা। তারা এক বিশেষ ধরনের মাস্ক বানাচ্ছে, যা শুধু করোনা নয়, যে কোনওরকমের দূষণ ও অন্যান্য খতিকারক রোগ-জীবাণু থেকে আপনাকে রক্ষা করবে।

Advertisement
Advertisement

ড: সন্দীপ প্যাটেল, নীতিন চারাতে, অঙ্কিত শুক্লা ও মহেশ কুমারের বানানো এই বিশেষ মাস্কটি এন-95 কার্বন টেকনোলজি দিয়ে বানানো। এই প্রসঙ্গে ড: সন্দীপ প্যাটেল বলেন, ‘এই মাস্ক কোন₹ওভাবেই দুর্গন্ধ ছড়াবে না। দীর্ঘক্ষণ আমরা মাস্ক পড়ে থাকলে শ্বাস-প্রশ্বাসের কারণে তাতে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাস্কে তা হবে না। এক আলাদা ল্যাবরেটরীতে এই বিশেষ মাস্ক বানানো হয়েছে। যা স্বাস্থ্যের পক্ষে ভাল।’

Advertisement

জানা গিয়েছে, মাস্কের ভেতরে বিশেষ ছিদ্রতে কার্বন রয়েছে। যা ক্ষতিকারক জীবাণুকে প্রতিরোধ করবে। ফলে বাইরের কোনও জীবাণু নাকে প্রবেশ করবে না। অথচ শ্বাস-প্রশ্বাস নিতেও মানুষের কোনও কষ্ট হবে না। ইতিমধ্যেই বহু সংখ্যক মাস্ক তৈরি করার জন্য একটি বেসরকারি সংস্থা উদ্যোগী হয়েছে। খুব তাড়াতাড়ি এই মাস্ক সাধারণের জন্য বাজারে চলে আসবে বলে জানা গিয়েছে। তবে সাধারণ এন-95 মাস্কের থেকে এর দাম কিছুটা হলেও বেশি হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button