দেশনিউজ

আশার আলো দেখছে ভারত, এদেশে করোনা অ্যান্টিবডি পাঠাবে ইজরায়েল

Advertisement
Advertisement

করোনার সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। বিভিন্ন দেশ নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের উপর জোর দিয়েছে। কয়েকদিন আগেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের সূত্রে জানান হয়, করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চালাচ্ছে ইজরায়েল। জানা গিয়েছে, ইজরায়েলের বিজ্ঞানীরা এক মনোক্লোনাল অ্যান্টিবডি আবিস্কার করেছে। তবে এই অ্যান্টিবডির রোগীদের দেহে প্রয়োগের ফলে কেমন ফল মিলেছে সে বিষয়ে কোনো তথ্যই জানায়নি ইজরায়েল সরকার।

Advertisement
Advertisement

কিভাবে কাজ করবে এই মনোক্লোনাল অ্যান্টিবডি? ইজরায়েলের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেহে কোভিড-১৯ জীবানু যে ভাইরাল প্রোটিনগুলিতে ছড়িয়ে পড়ে সেই কোষগুলিকে এই অ্যান্টিবডি নিষ্ক্রিয় করে দেবে। যার ফলে কোভিড-১৯ এর সংক্রমণ সেই কোষেই থেমে যাবে। বুধবার ইজরায়েলের ভারতীয় অ্যাম্বসাডর রন মালকা জানিয়েছেন, ইজরায়েল বিজ্ঞানীদের তৈরি এই অ্যান্টিবডির দ্বার গোটা বিশ্বের জন্য উন্মুক্ত।

Advertisement

তবে তিনি জানান, ‘রোগীর শরীরে প্রয়োগ করার পর কি ফল মেলে তারপরই আমরা এই অ্যান্টিবডি প্রেরণ করা শুরু করব। ভারত ও ইজরায়েল দুই দেশই চাইছে করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে। মানুষকে করোনার হাত থেকে সংকটমুক্ত করতে দুই দেশই নতুন ভ্যাকসিন তৈরির উপর জোর দিচ্ছে।’ এই ভ্যাকসিন তৈরির খবর প্রথম জানান ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। তিনি জানান, ইজরায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিকাল রিসার্চ মনোক্লোনালঅ্যান্টিবডি তৈরি করেছে। এই ভ্যাকসিন প্রয়োগের পর ইতিবাচক সাড়া মিললেই তা পাঠানো শুরু হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button