দেশনিউজ

দেশে করোনাতে মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম, রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী

Advertisement

আজ রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বর্ষপূর্তিতে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সব প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে দেশ লড়েছে। ১৫০ টি দেশকে সাহায্য করেছে ভারত। ‘সবকা সাথ, সবক বিকাশই  আমাদের লক্ষ্য’ বলেছেন মোদী। গরিবদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গরিবদের জন্য ঘর তৈরী করা হয়েছে। গরিবদের জন্যই তৈরী হয়েছে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’

এছাড়া করোনা নিয়ে তিনি আশার কথা বলেছেন। দেশে করোনাতে মৃত্যুর হার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। নিচুস্তরের স্বাস্থ্য পরিকাঠামোর জন্যই এই সাফল্য বলে তিনি মনে করছেন। চাইলে অন্য দেশ ভারতের থেকেও শিক্ষা নিতে পারেন বলেছেন তিনি। করোনা মোকাবিলায় একসঙ্গে লড়াই করার বার্তা দিয়েছেন।

Related Articles

Back to top button