রাজ্যতে বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। তাই সংক্রমণ রুখতে এবার দিল্লি-মুম্বই সহ মোট ৬ টি শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে কলকাতা। শুক্রবার কলকাতা বিমানবন্দরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের ৬ টি শহর থেকে কোনও বিমান কলকাতায় নামতে পারবে না। দিল্লি, মুম্বই,পুনে, নাগপুর, চেন্নাই , আহমেদাবাদ থেকে কোনো উড়ান কলকাতাতে আসবে না।