কলকাতানিউজরাজ্য

দেশের এই ৬ টি শহর থেকে কলকাতাতে কোনো বিমান নামবে না, সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত

দিল্লি, মুম্বই,পুনে, নাগপুর, চেন্নাই, আহমেদাবাদ থেকে কোনো উড়ান কলকাতাতে আসবে না। 

Advertisement

রাজ্যতে বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। তাই সংক্রমণ রুখতে এবার দিল্লি-মুম্বই সহ মোট ৬ টি শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়িয়েছে কলকাতা। শুক্রবার কলকাতা বিমানবন্দরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের ৬ টি শহর থেকে কোনও বিমান কলকাতায় নামতে পারবে না। দিল্লি, মুম্বই,পুনে, নাগপুর, চেন্নাই , আহমেদাবাদ থেকে কোনো উড়ান কলকাতাতে আসবে না।

Related Articles

Back to top button