ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন, থাকবে আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রচুর চিকিৎসা কর্মী, জানুন ভারতীয় রেলের এই ভ্রাম্যমান হাসপাতালের ব্যাপারে

ভারতীয় রেল বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন তৈরি করতে সক্ষম হয়েছে

Advertisement
Advertisement

ভারতীয় রেল হল ভারতের সবথেকে বড় লাইফ লাইন এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। স্বাধীনতার পর থেকেই ভারতীয় রেলওয়ে নিজের মধ্যে বেশ কিছু বড় বড় পরিবর্তন নিয়ে আসছে এবং সেগুলি মানুষের কল্যাণার্থেই করছে ভারতীয় রেল। ভারতীয় রেলের অন্যতম বড় কৃতিত্ব হলো বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন তৈরি করা। এর মাধ্যমে রোগী এবং আহতদের অবিলম্বে চিকিৎসা এবং সহায়তা প্রদান করা হয় বলে জানা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভারতীয় রেলের এই অত্যাধুনিক ট্রেন সম্পর্কে এবং এর বিশেষত্ব কি সেই সব কিছুর ব্যাপারে।

Advertisement
Advertisement

ভারতীয় রেলের বিশেষ ট্রেনের নাম দেওয়া হয়েছে লাইফ লাইন এক্সপ্রেস এবং এই নামের মতোই এই ট্রেনের মাধ্যমে রেলওয়ের তরফ থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্বাস্থ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। যেখানে কোন হাসপাতাল বা চিকিৎসা সুবিধা নেই সেখানে এই ভ্রাম্যমান হাসপাতাল মানুষের চিকিৎসা সুবিধা প্রদান করে থাকে। যেখানে ওষুধের অসুবিধা রয়েছে কিংবা ডাক্তারবাবু যেতে চান না, সেখানেও এই হাসপাতাল পৌঁছে যেতে পারে। এই ট্রেনটিকে সম্পূর্ণ হাসপাতালের মত করে ডিজাইন করা হয়েছে। এই ট্রেনে আধুনিক মেশিন থেকে শুরু করে অপারেশন থিয়েটার এবং বিপুল সংখ্যক মেডিকেল স্টাফ রয়েছেন। এই ট্রেনে রোগীদের জন্য বিছানা সুবিধা রয়েছে। তার পাশাপাশি লাইফ লাইন এক্সপ্রেস করছে মেডিকেল ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত চিকিৎসা সুবিধা আপনি পেতে পারেন। তার পাশাপাশি আপনার খাওয়া-দাওয়ার কোন অসুবিধা হবে না কারণ এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে।

Advertisement

লাইফ লাইন এক্সপ্রেস ট্রেনটি ১৯৯১ সাল থেকে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা পরিচালিত হচ্ছে এবং এটির ব্যাপারে যদিও খুব কম লোকেই জানে। শুরু থেকে এই ট্রেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং জনসাধারণের জন্য নানা নতুন পরিকল্পনা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রোগীদের জন্য এই ট্রেন চালানো হয় এবং তাদের অত্যাধুনিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয়। রেলওয়ে বোর্ডের রিপোর্ট অনুযায়ী এই ট্রেনের মাধ্যমে এখনো পর্যন্ত ১২ লক্ষ মানুষের সাহায্য করা হয়েছে। যদিও এই ট্রেনের মূল লক্ষ্য ছিল প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা দূর করা এবং তাদের কোনরকম ঝামেলা ছাড়াই চিকিৎসা সুবিধা প্রদান করা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button