Today Trending Newsদেশনিউজ

Indian railways: খুব শীঘ্রই আসছে বন্দে ভারতের স্লিপার সংস্করণ, সাধারণ মানুষের যাত্রা হবে অনেক বেশি সুখকর

এই ট্রেন ভারতের মানুষের যাত্রা অনেক বেশি আনন্দকর করতে চলেছে

Advertisement
Advertisement

ভারতীয় রেল ভারতের যাত্রীদের জন্য সবথেকে বড় যাতায়াতের মাধ্যম। প্রতি দিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। তবে এবারে ভারতীয় রেল নিয়ে এসে গেলো একটা বিরাট আপডেট। জানা যাচ্ছে, এবার ভারতীয় রেলের সবথেকে জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণটি যাত্রা শুরু করতে চলেছে। আগামী দিনগুলিতে, শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের আপডেট সংস্করণটিকে ট্র্যাকে চলতে দেখা যাবে। এই নতুন বন্দে ভারত ট্রেনের মধ্যে থাকবে স্লিপার কামরাও। সব মিলিয়ে এই ট্রেন হবে ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেন। স্লিপার বন্দে ভারত ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতেই তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের যাতায়াত আরো বেশি সুখকর হয়ে উঠবে। আর ভাড়াও হবে কিছুটা কম।

Advertisement
Advertisement

রেল মন্ত্রকের মতে, ২০২৪ সালের মার্চের মধ্যেই বন্দে ভারত- এর স্লিপার সংস্করণ প্রস্তুত হয়ে যাবে। এই নতুন স্লিপার বন্দে ভারত ট্রেনগুলি দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্যই ব্যবহার করা হবে। স্বল্প দূরত্বের জন্য এই ট্রেন চালানো হবে না। ট্রেনের স্লিপার সংস্করণগুলিও চেয়ার কারের মতোই বিশেষ হবে।

Advertisement

তবে, নতুন বন্দে ভারত ট্রেনের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই ট্রেনের অনেক বৈশিষ্ট্যই হবে বর্তমানে প্রচলিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো। কিন্তু এই নতুন বন্দে ভারতে প্রযুক্তির ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে। সাধারণ বন্দে ভারত ট্রেনে আলাদা করে ইঞ্জিন বসানো নেই। কোচেই ইঞ্জিন লাগানো আছে। কিন্তু এই স্লিপার বন্দে ভারত ট্রেনে দুটি ইঞ্জিন বসানো হবে। এর সামনে একটি ইঞ্জিন এবং পেছনে একটি ইঞ্জিন থাকবে। এতে ব্যবহার করা হয়েছে পুশ- পুল প্রযুক্তি। এতে দ্রুত গতি পাবে ট্রেনটি। এতে একটি ইঞ্জিন ট্রেনটিকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। অপর ইঞ্জিনটি পেছন থেকে ট্রেনটিকে ধাক্কা দেবে। ফলে স্টেশনে এই ট্রেনের ঘুরতে কোনো সমস্যা হবে না। এটি উভয় দিক থেকে পরিচালনা করা যেতে পারে।

Advertisement
Advertisement

LHB ট্রেনে দিব্যাংদের জন্য ২ টি সেকেন্ড লাগেজ, গার্ড এবং কোচ রয়েছে। এতে ৪টি দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে, যা অসংরক্ষিত থাকবে। এই ট্রেনে ১২টি সেকেন্ড ক্লাস ৩-টায়ার স্লিপার কোচ থাকবে। সব কোচই হবে নন-এসি। এই নতুন ট্রেনের লোকোমোটিভ তৈরির কাজ চলছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে । ট্রেনের কোচগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি করা হবে।

Advertisement

Related Articles

Back to top button