দেশনিউজ

Indian Railway Rules: ট্রেনে ওঠার আগে জেনে নিন এই নিয়ম, নইলে জরিমানা হতে হবে

Advertisement
Advertisement

আপনিও কি ট্রেনে ভ্রমণ করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। ট্রেনে আপনি প্রায়শই মানুষকে প্রচুর লাগেজ নিয়ে ভ্রমণ করতে দেখে থাকবেন নিশ্চয়ই। কিন্তু, আপনি কি জানেন যে ট্রেনের বগিতেও পণ্য বহনের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। ওজন ও আকারের ভিত্তিতে এই সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, প্রতিটি বিভাগে লাগেজ বহন করার নিয়মও আলাদা।

Advertisement
Advertisement

যদি কোনো যাত্রী নির্ধারিত সীমার চেয়ে বেশি মালপত্র নিয়ে কামরায় ওঠেন, তাহলে তার কাছ থেকে জরিমানা আদায় করতে পারে রেল। প্রত্যেক রেল যাত্রীকে রেলের লাগেজ নিয়ম সম্পর্কে সচেতন হতে হবে। কারও কাছে বেশি লাগেজ থাকলে সেই লাগেজ ট্রেনের পাশাপাশি লাগেজ ভ্যানে রাখার সুবিধাও দেয় রেলওয়ে।

Advertisement

শুধুমাত্র ট্রেনের টিকিট বুকিংয়ের সময়ও লাগেজ বুক করা যায়। এমনকি রেলস্টেশনে অবস্থিত পার্সেল অফিস থেকে টিকিট বুক করার পরও লাগেজ ভ্যানে লাগেজ রাখার জন্য বুকিং দিতে পারেন। ট্রেনের বিভিন্ন শ্রেণিতে যাত্রীরা তাদের সাথে ট্রেনের বগিতে ৪০ কেজি থেকে ৭০ কেজি পর্যন্ত ভারী মালপত্র রাখতে পারেন। স্লিপার ক্লাসে আপনি আপনার সাথে ৪০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন।

Advertisement
Advertisement

AC 2 টায়ারে ৫০ কেজি পর্যন্ত লাগেজ তোলার অনুমতি দেওয়া হয়। প্রথম শ্রেণির এসিতে ৭০ কেজি পর্যন্ত মালামাল কোচে যাত্রীরা বহন করতে পারবেন। এর বেশি পাওয়া গেলে জরিমানা আদায় করা হয়।

১০০ সে.মি. x ৬০ সেমি। এক্স 25 সেমি। ট্রাঙ্ক (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) আকারের স্যুটকেস এবং বক্স যাত্রী বগিতে ব্যক্তিগত লাগেজ হিসাবে বহন করার অনুমতি দেওয়া হয়। ট্রাঙ্ক, স্যুটকেস ও বক্স নির্ধারিত মাপের মাপের বেশি হলে লাগেজ ভ্যানে রাখতে হবে। ট্রেনে দাহ্য ও দুর্গন্ধযুক্ত যে কোনো ধরনের পণ্য বহনে নিষেধাজ্ঞা রয়েছে। আপত্তিকর জিনিসপত্র, বিস্ফোরক, বিপজ্জনক দাহ্য পদার্থ, গ্যাস সিলিন্ডারের খালি, মৃত মুরগি, অ্যাসিড ইত্যাদি নিষিদ্ধ। যাত্রার সময় কোনও যাত্রী নিষিদ্ধ জিনিসে কোনও ধরনের জিনিস নিয়ে গেলে সেই যাত্রীর বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৬৪ ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button