নিউজ

Bank Holiday: কমছে সাপ্তাহিক কাজের দিন, ব্যাঙ্কের ছুটিতে আসছে বড়সড় বদল

Advertisement
Advertisement

দেশজুড়ে ব্যাঙ্কের ছুটিতে (Bank Holiday) আসতে চলেছে বড়সড় বদল। বর্তমানে রবিবার সাপ্তাহিক ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। আর মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্কে। তবে এই ছুটি বাড়ানোর দাবি চলছে অনেকদিন ধরেই। সপ্তাহে পাঁচদিন ওয়ার্কিং ডে এর দাবিতে সরব হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ইতিমধ্যেই এই মর্মে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি চুক্তি সেরে ফেলেছে। শুধু সরকারি তরফে চুক্তিটি মান্যতা পাওয়ার অপেক্ষা রয়েছে। সেটাও এবার শীঘ্রই হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

Advertisement
Advertisement

মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচন মিটলে ২০২৪ এর শেষের দিকে ব্যাঙ্ক কর্মীদের দাবি মেনে ছুটির ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে পারে। বর্তমানে রবিবার করে সাপ্তাহিক ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। প্রতি শনিবারের বদলে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পান তারা। তবে ব্যাঙ্ক কর্মীদের তরফে এবার সপ্তাহে দু দিন ছুটির দাবি জানানো হয়েছে। যদি নতুন নিয়ম চালু হয়, তাহলে সাপ্তাহিক ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে দু দিন। অর্থাৎ সপ্তাহে শনি এবং রবি দুদিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা।

Advertisement

এ বিষয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস সবথেকে বেশি সরব থেকেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলি। ওই চুক্তিতে সপ্তাহে দুদিন বাধ্যতামূলক ছুটির ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২৪ এর মার্চ মাসে একটি সংযুক্ত নথিতে সই করে IBA এবং ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

Advertisement
Advertisement

উল্লেখ্য, ব্যাঙ্ক সংগঠনের সদস্যের তরফে বলা হয়েছে, সরকারের তরফে যদি এই ছুটির দাবি মেনে নেওয়া হয় তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ২৫ নম্বর ধারা অনুযায়ী প্রতি শনিবার ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। ২০২৪ সালের শেষে বা ২০২৫ এর শুরুতে এই নিয়ম কার্যকর হবে বলে আশাবাদী কর্মীরা।

Advertisement

Related Articles

Back to top button