নিউজদেশ

মাত্র ৪০ টাকায় বিলাসবহুল AC রুম দেয় Indian Railway, আর করতে হবে না খরচ করে হোটেল বুক

রেলের রিটায়ারিং রুমে আপনি ৪৮ ঘন্টা অব্দি সময় কাটাতে পারবেন

Advertisement
Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। প্রচুর মানুষ আছেন যারা নিয়মিত এই রেলের পরিষেবা গ্রহণ করে থাকেন। তবে চলতি বছরের শুরু থেকেই কুয়াশার কারণে গোটা দেশজুড়ে ট্রেন দেরি করে চলছে। এমনকি কিছু কিছু ট্রেন বাধ্য হয়ে আট থেকে দশ ঘন্টা বাদে নির্ধারিত গন্তব্যে পৌঁছাচ্ছে। এইজন্য মানুষকে হাজার হাজার টাকা খরচ করে হোটেল নিয়ে থাকতে হচ্ছে। তবে আপনি কি জানেন ভারতীয় রেল এই সমস্যার সমাধান ইতিমধ্যেই করে দিয়েছে।

Advertisement
Advertisement

আসলে ভারতীয় রেল অনেক ধরনের পরিষেবা দিয়ে থাকে যা আমরা জানতেই পারিনা। আপনি আপনার ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে মাত্র ৩০-৪০ টাকা খরচ করে রেলের হোটেলে থাকতে পারেন যা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। ট্রেন লেট হলে আপনি রেলের রিটায়ারিং রুমের সুবিধা নিতে পারেন। এখানে আপনি ৪৮ ঘন্টা থাকতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে আপনাকে খুব কম চার্জ দিতে হবে। এখানে আপনার কাছ থেকে মাত্র ২০ টাকা থেকে ৪০ টাকা নেওয়া হবে। তবে আপনি কি জানেন কি করে এই কক্ষ বুক করতে হবে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

Advertisement

এই রিটায়ারিং রুম বুক করার জন্য আপনার পিএনআর নম্বরের প্রয়োজন হবে কারণ রিটায়ারিং রুমের বুকিং শুধুমাত্র পিএনআর নম্বর দিয়ে করা হয়, বেশিরভাগ বড় স্টেশনগুলিতে আপনি এসি এবং নন এসি (এসি/নন এসি) রুম পাবেন। আপনি ওয়েবসাইটে এটি বুক করতে পারেন. আপনাকে এই ওয়েবসাইটে https://www.rr.irctctourism.com/#/home দেখতে হবে। আমরা আপনাকে বলি যে এই সুবিধাটি শুধুমাত্র সেই যাত্রীদের দেওয়া হয়, যাদের টিকিট কনফার্ম টিকিট বা RAC। এটিতে অনলাইন বুকিং করার পরে, আপনাকে আধার কার্ড বা প্যান কার্ডের মতো সরকারি নথি চাওয়া হবে। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো দেশের বড় রেল স্টেশনগুলিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button