ক্রিকেটখেলা

বিশ্ব চ্যাম্পিয়নশিপের শীর্ষে ইন্ডিয়া!

Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান দের দুরমুশ করার সাথে সাথেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এ তেরঙ্গা উড়িয়ে দিলো টিম “চাক দে ইন্ডিয়া”। প্রথম টেস্টে সহজ জয়ের পর জামাইকার দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ কে ব্যাপক ভাবে দুরমুশ করলো বিরাটের ভারত। একটা সময় ছিলো যখন কার্টলি আমব্রোস, জোয়েল গার্নার দের দাপটে বিশ্ব কাপতো সেই ওয়েস্ট ইন্ডিজের বর্তমান বোলিং লাইন আপ কে ভেঙ্গে চুরমার করে দিলো বিরাট,হনুমা,রাহানেরা।

Advertisement
Advertisement

আর ভারতীয় বোলিং লাইন আপের যতো প্রশংসা করা যাই ততোই কম বুমরাহ,ইশান্ত,জাদেজা,শামি দের দাপটে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ কার্যত ছন্নছাড়া হয়ে গেলো ক্যারিবিয়ান দের উপর ভারতীয় বোলার দের এতোটাই দাপট ছিলো যে দুই টেস্টের চারটি ইনিংসের একটিতেও ২৫০ রানের গন্ডী টপকাতে পারেন নি তারা। অপরদিকে ভারতের এই বিরাট জয়ের পর ১২০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে চলে গেলো ভারত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এও নিজেদের শীর্ষস্থান টা ধরে রাখলো মেন ইন ব্লু। অপরদিকে ভারত অধিনায়ক বিরাট ও ২৮ টি টেস্ট জিতে প্রাক্তন অধিনায়ক ধোনি কে টপকে গেলেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button