টেক বার্তা

অনলাইনে করুন Aadhaar কার্ডের ঠিকানা পরিবর্তন

এবার অনলাইনেই Aadhaar Card য়ে ঠিকানা পরিবর্তনের সুযোগ! জেনে নিন ধাপে ধাপে বিশদ বিবরণ

Advertisement
Advertisement

বর্তমানে Aadhar card ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। Aadhar card য়ের সাহায্যে কেউ বিভিন্ন প্রকল্পের আওতায় ভারত সরকার প্রদত্ত অনেক সুযোগ সুবিধা পেতে পারে। তবে, Aadhar card য়ের মাধ্যমে সুবিধা পেতে আপনার ঠিকানা অবশ্য‌ই সঠিক ও আপডেটেড থাকতে হবে। অনেকে কর্মসুত্রে বিভিন্ন প্রান্তে পোস্টিং হতে হয়। এবার কোনো ঝক্কি ঝামেলা ছাড়া খুব সহজে Aadhar Card য়ে আপনার ঠিকানা আপডেট করে নিতে পারবেন অনলাইনেই।

Advertisement
Advertisement

অনলাইনে ঠিকানা পরিবর্তনের জন্য সরাসরি লিঙ্ক চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI সরাসরি লিঙ্কটি টুইট করেছে ssup.uidai.gov.in/ssup/ এবং জানিয়েছেন Aadhar ব্যবহারকারীদের অনলাইনে তাদের ঠিকানা পরিবর্তন করতে এবং KYC নথিটি সর্বদা আপডেটেড রাখতে। UIDAI-র টুইটটিতে লেখা হয়েছে, “আপনি এখন নিজের ঠিকানাটি অনলাইনে আবেদনের জন্য ssup.uidai.gov.in/ssup/ এ আধার স্ব-পরিষেবা আপডেট পোর্টালের মাধ্যমে আপনার ঠিকানাটি আপডেট করতে পারবেন।”

Advertisement

অনলাইনে Aadhar Card য়ের ঠিকানা পরিবর্তন করতে সরাসরি অফিসিয়াল পোর্টাল ssup.uidai.gov.in/ssup/ এ লগ ইন করুন এবং কয়েকটি সহজ অনলাইন পদক্ষেপ অনুসরণ করুন।এরপর ‘Proceed to Update Aadhaar’ এ ক্লিক করুন। এবার আপনার 12-সংখ্যার UID নম্বরটি ইনপুট করুন। এবার সুরক্ষা কোড বা ক্যাপচা কোডটি সতর্কভাবে লিখুন। এবার আপনার আধার-নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।ওটিপি পাওয়ার পরে ওটিপি ইনপুট করে হোমপেজে প্রবেশ করুন। ‘লগইন’ এ ক্লিক করুন। অবশেষে আধার বিবরণ প্রদর্শিত হবে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার অতিমারীর পরিস্থিতি বিবেচনায় করে Aadharকে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) এর সাথে সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছিল। প্যানকার্ডের সঙ্গে আধারকার্ড সংযুক্তিকরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ধার্য করেছে কেন্দ্র। এর পরে লিঙ্ক করাতে গেলে গুনতে হবে ১০০০ টাকা। তাছাড়া ১ জুলাইয়ের পর প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলে শোনা গিয়েছে। সে ক্ষেত্রে ৩০ জুনের মধ্যে অবশ্যই এই কাজটি সেরে ফেলুন। একদিকে কার্ড বাতিল হ‌ওয়ার পাশাপাশি বাতিল কার্ডে কোনো ট্রানজাকশন করলে আপনাকে গুনতে হতে পারে দশ হাজারের জরিমানা‌ও।

Advertisement

Related Articles

Back to top button