ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ২৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে Honda Shine, দেখুন কোথা থেকে কিনবেন এই গাড়ি

Honda কোম্পানির Shine এমনিতেই ভারতের বাজারের একটা দারুন প্রতিদ্বন্দ্বী

Advertisement
Advertisement

ভারতের বাজারে এমনিতেই সস্তা বাইকের একটা আলাদা জনপ্রিয়তা আছে। ১০০ থেকে ১২৫ সিসি মার্কেটে ভারতের সবথেকে বেশি বাইক তৈরি হয় এবং বিক্রি হয়। এই মার্কেটেই এবারে একটি নতুন বাইক এসে হাজির হয়েছে আর হয়ে গেছে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি। ১২৫ সিসি ইঞ্জিন যুক্ত এই বাইকটি দেশের টু হুইলার বাজারে আলাদা করে নিজের জায়গা করে নিয়েছে। এই সেগমেন্টে আপনি অনেক কোম্পানির অনেক ধরনের বাইক দেখতে পাবেন। তবে আজ এই প্রতিবেদনে আমরা হোন্ডা কোম্পানির বাইক শাইন নিয়ে কথা বলব। এটি কোম্পানির একটি স্পোর্টি লুকিং বাইক। এই বাইকটিকে এর অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতে বেশ পছন্দ করা হয়।

Advertisement
Advertisement

কোম্পানি এই বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার ১২৩.৯৪ cc ইঞ্জিন দিয়েছে, যার সর্বোচ্চ ক্ষমতা ৭৫০০ rpm-এ ১০.৭৪ Ps এবং ৬০০০ rpm-এ ১১ Nm পিক টর্ক জেনারেট করা। কোম্পানি এই বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এর কম্বিনেশন অফার করে। এতে আপনি ১০.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ আরও ভাল পারফরম্যান্স পাবেন। আসলে বাজারে এর দাম প্রায় ৯০ হাজার টাকা। কিন্তু পুরনো টু হুইলারের অনলাইন ট্রেডিং ওয়েবসাইটে এর চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে হোন্ডা শাইন।

Advertisement

২০১৫ সালের মডেলের Honda Shine Olx ওয়েবসাইটে বিক্রয়ের জন্য এই মুহূর্তে উপলব্ধ। এই বাইকটির অবস্থা বেশ ভালো এবং এটি ২৮,০০০ কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। আপনি চাইলে এখান থেকে ৩০,০০০ টাকায় এই বাইকটি কিনে নিজের করে নিতে পারেন।

Advertisement
Advertisement

২০১২ সালের মডেলের Honda Shine বাইকটি Olx ওয়েবসাইটে খুব কম দামে বিক্রি হচ্ছে। ৪৩,০০০ কিলোমিটার চলা এই বাইকটিকে খুব ভাল অবস্থায় রাখা হয়েছে এবং বাইকটিকে ৩২,০০০ টাকা দামে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।

২০১৪ সালের মডেলের Honda Shine বাইকটিও Olx ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এই বাইকটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং এ পর্যন্ত ৫৫,০০০ কিলোমিটার রাইড করা হয়েছে। আপনি এখান থেকে এই বাইকটি ৩৫,০০০ টাকায় কিনতে পারবেন।

মাত্র ২৫,০০০ টাকায় পেয়ে যান হোন্ডার সবথেকে জনপ্রিয় বাইক Honda Shine, দেখুন কিভাবে কিনতে হবে

Advertisement

Related Articles

Back to top button