নিউজরাজ্য

‘এক টাকার ডাক্তার’কে স্বীকৃতি ভারত সরকারের, পদ্মশ্রী পেলেন বীরভূমের এক টাকার ডাক্তার

Advertisement
Advertisement

তিনি মাত্র এক টাকায় চিকিৎসা করেন মানুষের। মানুষের মধ্যে তিনি জনপ্রিয়’এক টাকার ডাক্তার’ নামে। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন বীরভূমের চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। এবার এই কাজের স্বীকৃতি তিনি পেলেন। প্রজাতন্ত্র দিবসের দিন ঘোষিত হওয়া পদ্মশ্রীর তালিকায় এবার নাম ঘোষিত হলো তাঁর। পদ্মশ্রী পাচ্ছেন বীরভূমের ‘এক টাকার ডাক্তারবাবু’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। বছরের পর বছর মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখেন সুশোভন বাবু, এবার সেই কাজের সম্মান পাচ্ছেন সরকারের তরফে।

Advertisement
Advertisement

দীর্ঘ ৫৬ বছর ধরে কেবলমাত্র এক টাকায় সাধারণ মানুষের চিকিৎসা করেন সুশোভন বাবু। গ্রামের মানুষদের কাছে তিনি ভগবান। বোলপুরের হরগৌরী তলার বাসিন্দা সুশোভন বাবুর নামের পাশে এমবিবিএস, এমএফপিএ, ডিসিপির ডিগ্রি আছে। চাইলেই তিনি বড় কোনো ক্লিনিকে অনেক টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারতেন। কিন্তু তার বদলে তিনি বেছে নেন এক টাকার বিনিময়ে গরিব মানুষের চিকিৎসা করাকে। তার চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে অসংখ্য মানুষ। প্রতিদিন দূরদূরান্ত থেকে গরিব মানুষ আসেন তার কাছে চিকিৎসার জন্য। নিঃস্বার্থভাবে বছরের পর বছর গরিব মানুষের সেবা করার পুরস্কার পেলেন তিনি এবার।

Advertisement

আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝার জেড়ে টানা দু’দিন বৃষ্টি রাজ্যের এই জেলাগুলিতে, জানাল হাওয়া অফিস

Advertisement
Advertisement

পদ্মশ্রী পাওয়ার পর সুশোভন বাবুর প্রতিক্রিয়া, ‘সাধারণ মানুষের সেবা করার পুরস্কার হিসেবে এতটাও আশা করিনি। আজ ৫৬ বছর ধরে এই কাজ করছি। গরিব মানুষ গুলোর দিকে চেয়ে এক টাকার বেশি নিতে মন চায়নি। সরকারের এই সম্মানে আমি খুবই খুশি। জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ করে যেতে চাই।’ পদ্মশ্রী পাওয়ার পর তিনি যেমন খুশি তেমনই খুশি গরিব মানুষগুলোও।

Advertisement

Related Articles

Back to top button