নিউজরাজ্য

Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি, পূর্বাভাস হাওয়া অফিসের

Advertisement
Advertisement

বৃষ্টি বন্ধ হয়ে ফিরেছে গরম, অস্বস্তিকর আবহাওয়া (Weather Update)। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকায় ভোগান্তির পরিমাণও বেড়েছে। তবে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ রয়েছে মেঘলা। কয়েক জায়গায় হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই মেঘ বৃষ্টি দূর হয়ে বাড়বে গরমও। এদিনও কোনো স্বস্তির খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। শনিবারও কালবৈশাখী তৈরি হওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি হবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Advertisement
Advertisement

তবে রবিবার পরিস্থিতির একটু বদল হলেও হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সোমবার, পঞ্চম দফার লোকসভা ভোটের দিন রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন গরম থাকলেও তীব্র গরমে অস্বস্তির কারণ ঘটবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এদিন সকাল থেকেই মনোরম পরিবেশ থাকবে। ঠাণ্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টি হবে কলকাতাতেও।

Advertisement

শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। মালদা, কোচবিহারে বাড়বে অস্বস্তি। রবিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বাদ দিয়ে বাকি সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও গোটা দক্ষিণবঙ্গে থাকছে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

Advertisement
Advertisement

উল্লেখ্য, ১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।

Advertisement

Related Articles

Back to top button