Today Trending Newsদেশনিউজ

ভারতের শ্রমিকদের পাশে দাঁড়ালেন গুগল কর্তা সুন্দর পিচাই, দিলেন ৫ কোটি টাকা

Advertisement
Advertisement

প্রতিদিন কাজে বেরালে তবেই উনুনে হাঁড়ি চড়ে তাদের। দিন মজুরের কাজের যুক্ত ভারতের এই অসংগঠিত ক্ষেত্রের সংখ্যাটা নেহাতই কম নয়। দীর্ঘদিন লকডাউনের ফলে এই বিপুল সংখ্যক শ্রমিকের কাজ বন্ধ। সরকারের সামান্য সাহায্য পেয়ে কোনরকমে টেনেটুনে চলছে তাদের সংসার। তাই এবার ভারতের এই বিপুল সংখ্যক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই।

Advertisement
Advertisement

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’-র মাধ্যমে শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি। ইতিমধ্যে এই সংস্থাকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন পিচাই। যা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। ‘গিভ ইন্ডিয়া’ নামের ওই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ট্যুইটার একাউন্টে সুন্দর পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করা হয়। যা থেকে জানা যায় আইআইটি খড়গপুরের প্রাক্তনী বর্তমানে গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই ভারতের শ্রমিকদের জন্য ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

Advertisement

শুধু ভারত নয় মারণ রোগ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। করোনা মহামারি মোকাবিলায় সারা বিশ্বের বিভিন্ন দেশের পাশে দাঁড়াতে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্যাকেজ ঘোষণা করেছে গুগল‌। এর মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button