দেশনিউজ

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুখবর, এক ধাক্কায় বেতন বাড়বে ৮০০০ টাকা

Advertisement
Advertisement

সপ্তম বেতন কমিশনের সুপারিশে ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে বাড়তে চলেছে বেতন। কতটা বেতন বাড়তে পারে সেই নিয়েই এখন আলোচনা চলছে অর্থ দপ্তরে। জানা যাচ্ছে প্রায় ৮০০০ টাকা করে বাড়তে পারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন। কেন্দ্র সরকার নিয়ন্ত্রত সমস্ত স্কুল কলেজেও বাড়বে বেতন।

Advertisement
Advertisement

এতদিন সর্বনিম্ন ১৮০০০ টাকা বেতন পেতেন একজন কেন্দ্রীয় সরকারী কর্মচারী। অর্থাৎ মাসের ২৬ টি কাজের দিন ধরে হিসেব করলে প্রতিদিন ৬৯২ টাকা করে প্রতিদিন পেতেন একজন কর্মচারী। আগের বেতন থেকে প্রায় ২৮ শতাংশ বাড়বে বর্তমানের বেতন। কর্মচারী দের দীর্ঘদিনের দাবি ছিল তাদের নূন্যতম বেতন বাড়িয়ে ২৬০০০ টাকা করা হোক। তাদের সেই দাবি যে মান্যতা পেতে চলেছে তা বলাই বাহুল্য।

Advertisement

সোমবার এই মর্মে একটি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে ন্যূনতম ৮০০০ টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে। দীপাবলির আগে এই সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। জানা যাচ্ছে আগামী সপ্তাহে কেন্দ্রীয় সরকারের আর একটি বৈঠক আছে। সেখানেই হয়তো বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। তারপরেই সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে বেতন বৃদ্ধির।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button