নিউজ

Aadhaar Card: এবার এক তুড়িতে হবে আধার কার্ডের ছবি বদল, রইল সম্পূর্ণ পদ্ধতি

Advertisement
Advertisement

যেকোনো ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। জন্ম শংসাপত্রের মতোই পরিচয়পত্র হিসেবে আধারের গুরুত্ব অনেক। বর্তমানে সরকারি থেকে বেসরকারি যেকোনো কাজেই প্রয়োজন হয় আধার কার্ড। এমনকি আর্থিক লেনদেন সংক্রান্ত কাজেও দরকার হয় এই নথির। তাই আধার কার্ডে সব তথ্য নির্ভুল থাকা খুব জরুরি। তবে অনেক সময় তথ্য ঠিকঠাক থাকলেও সমস্যা তৈরি করে আধার কার্ডে থাকা ছবিটি। যার আধার তার পরিচয় হিসেবে একটি ছবি থাকে কার্ডে। কিন্তু অনেক সময়ই এমন হয় যে ছবিটি পুরনো হয়, বা অন্য কোনো সমস্যা থাকে। এতেও অনেক সময় জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকে।

Advertisement
Advertisement

তবে জানলে অবাক হবেন, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে ছবিতে কোনো সমস্যা থাকলে তা সংশোধন করা সম্ভব। আধার কার্ডের ছবিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি পরিবর্তন করতে হলে করতে হবে ছোট্ট একটি কাজ। প্রথমেই পৌঁছে যান নিজের নিকটবর্তী আধার কেন্দ্রে। এর জন্য ইউআইডিএআই এর ওয়েবসাইটের সাহায্যও নেওয়া যায়। আধার কেন্দ্রে গিয়ে ছবি সংশোধন সংক্রান্ত ফর্ম নিতে হবে।

Advertisement

সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। সঙ্গে কিছু জরুরি নথিপত্র চাওয়া হবে। সেই নথিপত্র গুলিও জুড়ে দিতে হবে এই ফর্মের সঙ্গে। এরপর কেন্দ্রে উপস্থিত আধিকারিক ছবি তুলে নেবেন। রিকোয়েস্ট স্লিপ জেনারেট করে দেবেন। এরপরেই নতুন ছবি আপডেট হয়ে যাবে আধার কার্ডে। নতুন আটডেটেড আধার কার্ডটি ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে।

Advertisement
Advertisement

আধার কার্ডের ছবি যদি পরিবর্তন করতে হয় তাহলে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতেই হবে। বাড়িতে বসে এ কাজ সম্ভব নয়। অর্থাৎ অনলাইনে আধার কার্ডের ছবি বদল করার কোনো পদ্ধতি এখনো আসেনি। তাই এই সুবিধা পেতে গেলে আধার কেন্দ্রে গিয়েই করাতে হবে।

Related Articles

Back to top button