ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সোনা-রুপো কেনার দারুন সুযোগ, এক ধাক্কায় অনেকটাই পড়ল সোনা এবং রুপোর দাম

ভারতীয় বাজারে প্রায় দু'মাস পরে আবারো নিম্নমুখী সোনা এবং রুপোর দাম

Advertisement
Advertisement

বিশ্ববাজারে এই মুহূর্তে যেরকম সংকেত পাওয়া যাচ্ছে সেই নিরিখে বলতে গেলে, ভারতের বাজারেও সোনা এবং রুপোর দাম ক্রমাগত নিম্নমুখি। মঙ্গলবার সকালে সোনা এবং রুপোর দাম অনেকটাই কমতির দিকে ভারতের বাজারে। সোনার দাম অনেকটা নিম্নমুখী হবার পাশাপাশি রুপোর দাম বেশ কিছুদিন পরে আবারো ৫৬ হাজার টাকার নিচে চলে এসেছে। গতকাল রাত্রে যেরকম দামে মার্কেট ক্লোজ হয়েছিল সেই তুলনায় আজ ০.২৩ শতাংশ কম চলছে সোনার দাম। অন্যদিকে, রুপোর দাম ০.৯৩ শতাংশ নিম্নমুখী।

Advertisement
Advertisement

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এই মুহূর্তে ২৪ ক্যারেট শুদ্ধ সোনার দাম ১১৬ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৫০,২৪৫ টাকা। অন্যদিকে রুপোর দাম ৫২১ টাকা পড়ে গিয়ে প্রতি কিলোগ্রামে দাঁড়িয়ে এসে ৫৫ হাজার ৫৭০ টাকা। আপনাদের জানিয়ে রাখি, এর আগে সোনার প্রাথমিক নাম ছিল ৫০,৩০০ টাকা। অন্যদিকে রুপোর দাম শুরু হয়েছিল ৫৫,৬৮১ টাকা থেকে।

Advertisement

গ্লোবাল মার্কেটেও সোনা এবং রুপোর দাম অনেকটাই নিম্নমুখী। যদি গ্লোবাল মার্কেটের কথা বলা যায় তাহলে এই মুহূর্তে আমেরিকার বাজারে সোনার হাজির মূল্য প্রতি আউন্সে ১৭০৮.৯৪ ডলার চলছে। অন্যদিকে, রুপোর হাজির মূল্য চলছে ১৮.৭ মার্কিন ডলার প্রতি আউন্স। একটা দীর্ঘ সময় পর্যন্ত ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বিশ্ববাজারে এবং ভারতীয় বাজারে সোনার দাম কমবেশি হতে শুরু করেছিল। আর সেই ধারা এখনো চলছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button