টেক বার্তা

ভারতের সবথেকে সস্তা সেভেন সিটার গাড়ি, ২০ কিলোমিটার রেঞ্জের সাথে রয়েছে আরও বিভিন্ন ফিচার

ভারতের সবথেকে ভালো কিছু গাড়ির মধ্যে এখন অন্যতম হয়ে উঠেছে মারুতি সুজুকি ইকো

Advertisement
Advertisement

এই মুহূর্তে ভারতে যে সমস্ত সেভেন সিটার গাড়ি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি ইকো। এই গাড়িটি এমপিবি সেগমেন্টের সবথেকে জনপ্রিয় সেভেন সিটার গাড়ি। কম বাজেটের মধ্যে যারা ভালো গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি তৈরি করেছে মারুতি সুজুকি। এই গাড়িটি একটি দমদার ইঞ্জিনের সঙ্গে দুরন্ত মাইলেজ উপলব্ধ করে। এই গাড়িতে নানান ধরনের আধুনিক ফিচার অফার করা হয়। কোম্পানি দারুন কিছু আধুনিক টেকনোলজিও নিয়ে আসে এই গাড়ির সাথে। ঘরোয়া গাড়ি হবার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এই গাড়িটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনিও এই অত্যন্ত জনপ্রিয় সেভেন সিটের গাড়িটি কিনতে চান, তাহলে জেনে নিন এই গাড়িটির স্পেসিফিকেশন এবং দাম।

Advertisement
Advertisement

মারুতি সুজুকি ইকো ভারতের সবথেকে সস্তা সেভেন সিটার গাড়ি। ভারতীয় মার্কেটে চারটি ভেরিয়েন্টে উপলব্ধ এই গাড়িটি। ভেরিয়েন্টের ব্যাপারে বলতে গেলে এর মধ্যে প্রথমটি হল পাঁচ সিটার একটি গাড়ি, যেটি হল স্ট্যান্ডার্ড গাড়ি। দ্বিতীয়টি হল পাঁচ সিটার এসি গাড়ি, তৃতীয়টি হলো ৫ সিটার এসি সিএনজি গাড়ি, এবং চতুর্থটি হলো সেভেন সিটার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট। কোম্পানির তরফ থেকে এই গাড়িতে ১.২ লিটারের ন্যাচারাল এসপিরেটেড পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়িটি ৭৩ পিএস পাওয়ার জেনারেট করতে পারে এবং সর্বাধিক ৯৮ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। পাশাপাশি, এই গাড়ির সিএনজি ভেরিয়েন্ট এর সঙ্গে আপনারা ৮৫ নিউটন মিটারের সর্বাধিক টর্ক পেয়ে যাবেন।

Advertisement

এই ইঞ্জিনের সাথে কোম্পানি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন প্রোভাইড করেছে। এই গাড়ির মাইলেজ এর ব্যাপারে বলতে গেলে পেট্রল ইঞ্জিনে ১৬.১১ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ আপনারা পাবেন। অন্যদিকে সিএনজি মডেলে, প্রতি কিলোগ্রামে ২০.৮৮ কিলোমিটারের মাইলেজ দেওয়া হয়েছে। এর মাইলেজ ARAI সার্টিফিকেট প্রাপ্ত।

Advertisement
Advertisement

মারুতি সুজুকি ইকো গাড়িতে ম্যানুয়াল এসি, ফ্রন্ট সিট ডুয়াল এয়ার ব্যাগ, ফ্রন্ট সিট সিটবেলট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট, রিয়ার পার্কিং সেন্সর সহ একাধিক ফিচার রয়েছে। ভারতীয় বাজারে ৪.৬৩ লক্ষ টাকার স্টার্টিং প্রাইসে এই গাড়িটি উপলব্ধ। অন্যদিকে এই গাড়িটির টপ ভেরিয়েন্টের দাম ৫.৯৪ লক্ষ টাকা রাখা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button