ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: ছুটতে হবে না দোকানে, মাত্র ১ টাকায় বাড়িতে বসে কিনুন ২৪ ক্যারাট সোনা, জানুন কীভাবে

Advertisement
Advertisement

সোনা (Gold) কে না পছন্দ করেন! এই ধাতুর গুরুত্ব ১০-২০ বছর আগেও যেমন ছিল, এখনও তেমনই আছে। তবে দিন দিন লাফিয়ে বাড়ছে সোনার দাম। তাই মনে চাইলেও শখ পূরণ করার জন্য সোনা কেনার আগে দু বার চিন্তা করতে হয় মধ্যবিত্তকে। ১০ মে, শুক্রবার অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে শুভ বলে মানা হয় হিন্দু ধর্ম এবং সংষ্কৃতিতে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে সোনা কেনার চল রয়েছে বহু যুগ ধরে। বর্তমান বাজারে আকাশ ছোঁয়া সোনার দামের মধ্যেও এই দিনটিতে সোনার বেচাকেনা বাড়ে। তবে জানেন কি, মাত্র ১ টাকাতেই আপনি কিনতে পারবেন ২৪ ক্যারাট সোনা?

Advertisement
Advertisement

কীভাবে পাবেন ১ টাকায় সোনা? বুলিয়ান বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭১,৫০০ টাকা। কিন্তু কিছু বিকল্প রয়েছে যেখান থেকে মাত্র ১ টাকায় কেনা যাবে ২৪ ক্যারাট সোনা। তবে না, সাধারণ দোকানে এই সোনা কিনতে পারবেন না। এখানে বলা হচ্ছে ডিজিটাল সোনার কথা। ডিজিটাল টাকার মতো এই ডিজিটাল সোনাও জমা থাকবে ডিজিটাল মানিব্যাগে, যা যখন খুশি বেচাকেনা করা যাবে।

Advertisement

উল্লেখ্য, বুলিয়ান বাজারের দরেই ডিজিটাল সোনা কিনতে পাওয়া যায়। বাড়িতে বসেই এই ডিজিটাল সোনা কেনা সম্ভব। ভারতে MMTC-PAMP India Pvt. লিমিটেড, অগমন্ট গোল্ড লিমিটেডের মতো কিছু কোম্পানি রয়েছে যেগুলি ডিজিটাল সোনা কেনার বিকল্প দেয়। এছাড়াও গুগল পে, ফোন পে এর মতো অ্যাপেও কেনা যায় ডিজিটাল সোনা। এই সোনা পরে ইচ্ছামতো বিক্রিও করা যাবে। প্রাপ্ত রিটার্ন চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, আজ বুলিয়ান বাজারে ২৪ ক্যারাট সোনার দর প্রতি গ্রাম ৭১,৫০০ টাকা, যেখানে ২২ ক্যারাট সোনার দর প্রতি ১০ গ্রাম ৬৫,৫০০ টাকা। বুলিয়ান বাজারে ৭৫০ বিশুদ্ধ সোনার দর প্রতি ১০ গ্রাম ৫৩,৭১৮ টাকা আর ৫৮৫ গ্রাম বিশুদ্ধ সোনা প্রতি ১০ গ্রাম পাওয়া যাচ্ছে ৪১,৯০০ টাকায়।

Advertisement

Related Articles

Back to top button