ধাপে ধাপে কমলো সোনার দাম! সোনা সস্তা হওয়ায় মুখে হাসি মধ্যবিত্তদের
গত বেশ কয়েক্ মাসের মধ্যে এই মাসে সবথেকে কমে বিকোচ্ছে সোনালী ধাতু
প্রায় সকল বাঙ্গালীর অন্যতম প্রিয় ধাতু হলো সোনা। আর এই সোনালী ধাতু এখন পাওয়া যাচ্ছে অত্যন্ত কম দামের মধ্যে। বিগত বেশ কয়েক মাস ধরে সোনার দামে লাগাতার পতন এসেছে। বাজারদর চাঙ্গা হওয়া এবং ডলার কিছুটা কমজোরী হবার কারনে লাগা তার দাম কমছে সোনার। গত সপ্তাহে কলকাতায় ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দামে ২০ হাজার টাকা পতন এসেছিল। বেশ কয়েকদিন ধরে এভাবেই দাম কমতে থাকে সোনার।
৪ মার্চ কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৪ হাজার টাকা কমে গিয়েছিল। সেই দাম ৯ মার্চ কমেছিল ১২ হাজার টাকা। কলকাতায় এই মাসে লাগাতার সোনার দামে পতন এসেছে। কয়েকদিন আগে কলকাতায় ১১ মাসের মধ্যে সবথেকে কম দামে সোনা বিক্রি হয়েছিল। গতকাল আবারো কমেছে সোনার দাম। এই নিয়ে মার্চ মাসে কলকাতায় সোনালী ধাতুর দাম কমলো ৪৬,০০০ টাকা। যা নিঃসন্দেহে হাসি ফুটিয়েছে মধ্যবিত্তের মুখে।
মধ্যবিত্তদের জন্য সুখবর, আর কয়েক দিন অবশ্যই সস্তা থাকবে সোনা। মনে করা হচ্ছে দেশের বাজারে সোনার দাম ৪০,০০০ টাকার নিচে চলে যেতে পারে। তাই যদি এই মুহূর্তে একটা সোনার গহনা নিশ্চয়ই কিনে রাখতে পারেন।